আসমা বিনতে আবু বকর রা. বলেন, 'রাসুলের জামানায় একবার আমার মা আমার কাছে এলেন। তখনও তিনি ছিলেন একজন মুশরিক নারী। তার সঙ্গে আমার দেখা করা বৈধ হবে কি না, এ ব্যাপারে জানতে চলে যাই রাসুলের কাছে। তাকে জিজ্ঞাসা করি, 'আমার মা এসেছেন আমার সঙ্গে দেখা করতে, তার সাথে কি সাক্ষাৎ করব?' নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "অবশ্যই! তোমার মায়ের সঙ্গে দেখা করো, তার সঙ্গে সদাচরণ করো।" পড়ুন 'নারী সাহাবিদের জীবনাদর্শ'।