বিয়ের পরদিনই চৈত্রিকার জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। তার স্বামী নির্ঝর তাকে রেখে অন্য এক মেয়েকে নিয়ে পালিয়ে গেল! যেখানে বরসহ বাবার বাড়ি ফেরার কথা ছিল, সেখানে চৈত্রিকা ফিরল একা। নানান ঝড়ঝাপটার মধ্য দিয়ে কেটে গেল বেশ কয়েকটি মাস। তিন মাস পর নির্ঝর ফিরে এল। ততদিনে চৈত্রিকার বাবা মেয়েকে কলঙ্কমুক্ত করতে অন্যত্র বিয়ের আয়োজন করে ফেলেছেন। এরপর কী হলো চৈত্রিকা ও নির্ঝরের জীবনে? কেনই বা নির্ঝর অন্য মেয়েকে নিয়ে পালিয়েছিল? সব প্রশ্নের উত্তর জানতে পড়ুন ই-বই "চৈত্রিকার প্রেম"।
"অনেক সুন্দর ছিল গল্পটা। নৌশি আপুর গল্প মানেই নতুনত্ব, চমক থাকবেই। এই গল্পটাও তার ব্যতিক্রম নয়। নির্ঝরের সাথে চৈত্রিকার প্রথম দেখা হওয়া থেকে শুরু করে তাদের প্রণয়ের শেষ পরিণতি পর্যন্ত দুর্দান্ত ছিল পুরো গল্পটা। ভালেবাসার জন্য নির্ঝরের পাগলামি, শান্তশিষ্ট চৈত্রিকার নির্ঝরের প্রেমে পড়া সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিয়ের পর হঠাৎ তাদের জীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত ঝড়। সেই সময়েও চৈত্রিকা নির্ঝরের প্রতি বিশ্বাস হারায়নি। আসলে সত্যিকারের ভালোবাসায় অবিশ্বাসের কোনো স্থান নেই। নির্ঝর শেষ পর্যন্ত চৈত্রিকার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছিল কিনা বা তাদের সম্পর্কের পরিণতিই বা কেমন ছিল জানতে হলে গল্পটা সম্পূর্ণ পড়তে হবে। পরিশেষে বলব গল্পটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আপুর লেখনী, শব্দচয়নও দারুণ ছিল। লেখিকা আপুর জন্য দোয়া এবং ভালোবাসা রইল 💝"
গল্পটা ভালো ছিলো। শুরুটা সুন্দর গোছানো তবে মাঝে এসে কাহিনি যেন বুলেট গতিতে ছুটলো, এখানে আরেকটু ধীর গতিতে বিস্তারিত আশা করেছিলাম। নির্ঝরের পালানো আর ফিরে আসাটা আরও ডিটেলিং আশা করে, বিশেষ করে চৈত্রিকার বাবার তরফ থেকে একদমই। শেষটা ভালো ছিলো এটা এমনটাই সুন্দর হয়েছে।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে। ছোট গল্পের মধ্যে সুন্দর একটা গল্প। নৌশি তোমার জন্য শুভকামনা রইল।💗
অনেক সুন্দর ছিল গল্পটা। নৌশি আপুর গল্প মানেই নতুনত্ব, চমক থাকবেই। এই গল্পটাও তার ব্যতিক্রম নয়। নির্ঝরের সাথে চৈত্রিকার প্রথম দেখা হওয়া থেকে শুরু করে তাদের প্রণয়ের শেষ পরিণতি পর্যন্ত দুর্দান্ত ছিল পুরো গল্পটা। ভালেবাসার জন্য নির্ঝরের পাগলামি, শান্তশিষ্ট চৈত্রিকার নির্ঝরের প্রেমে পড়া সবকিছু ঠিকই ছিল। কিন্তু বিয়ের পর হঠাৎ তাদের জীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত ঝড়। সেই সময়েও চৈত্রিকা নির্ঝরের প্রতি বিশ্বাস হারায়নি। আসলে সত্যিকারের ভালোবাসায় অবিশ্বাসের কোনো স্থান নেই। নির্ঝর শেষ পর্যন্ত চৈত্রিকার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছিল কিনা বা তাদের সম্পর্কের পরিণতিই বা কেমন ছিল জানতে হলে গল্পটা সম্পূর্ণ পড়তে হবে। পরিশেষে বলব গল্পটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আপুর লেখনী, শব্দচয়নও দারুণ ছিল। লেখিকা আপুর জন্য দোয়া এবং ভালোবাসা রইল 💝
ছোটো র মধ্যে বেশ গুছানো লেখা। আগেও আপনার লেখা পড়েছি এটাও বেশ ভালো লাগলো তবে আরো একটু বড়ো হলে ভালো হতো। ❤
শুরু থেকে শেষ টা চমৎকার লিখেছেন আপু। প্রথমে ওদের প্রথম সাক্ষাৎ।চৈত্রিকার পুরুষ ভীতি তার পর নির্ঝরের পাগলামি দারুণ হয়েছে। তবে ক্ষণিকের জন্য বিগড়ে গিয়েছিলো মেজাজ টা! আমিও ভেবেছিলাম ও চিট করছে। কিন্তু পরবর্তীতে যাক মনে মনে শান্তি পেলাম! চমৎকার লিখেছেন আপু।
অসম্ভব সুন্দর ছিল পুরো গল্পটা। নির্ঝর আর চৈত্রিকা জুটি এক কথায় অসাধারণ ছিল। শুরুতেই নির্ঝর কে দেখে চৈত্রিকার ভয় পাওয়া এবং আসতে আসতে প্রেম এবং তা পূর্ণতা পাওয়া অনেক সুন্দর ছিল। মাঝের টুইস্ট টা ছিল একেবারেই আশ্চর্যের, কিছুক্ষণের জন্য অনেক রাগ উঠেছিল নির্ঝরের উপর তবে কিছু পর্বে গিয়ে তা উধাও হয়ে গিয়েছে। নির্ঝর আর চৈত্রিকার খুনসুটি,ভালোবাসা চৈত্রিকার জন্য নির্ঝরের অগাধ ভালোবাসা এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। লেখিকার আগামীর জন্য অনেক শুভ কামনা ও ভালোবাসা।
নির্ঝর আর চৈত্রিকা দেখা হওয়া থেকে পূর্ণতা পর্যন্ত অনেক সুন্দর করে সাজানো হয়েছে,, গল্প টা এক কথায় অসাধারণ,, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আসল টুইস্ট জানা যাবে, এই টুইস্ট টা পুরো কাহিনি টা কে ফুটিয়ে তুলেছে। আপুর লেখা বরাবর ই বেস্ট। ওদের নিয়ে আরও বড়ো করে গল্প লেখা উচিত। আমার খুব ভালো লেগেছে আর সুন্দর হইছে। ☺️🖤
অনেক সুন্দর হয়েছে আপিলা 💛 ইস চৈত্রিকা আর নির্ঝর এর প্রেমময় কথা গুলো দারুন এনজয় করেছি, চৈত্রিকার পুরুষ ভীতি থেকে হুট করেই ভালোবেসে ফেলার দারুন বর্ণনা। মাঝে আমিও ভেবেছিলাম যে নির্ঝর হয়ত অন্য পুরুষদের মতো চৈত্রিকাকে চিট করছে ভীষন রাগ হচ্ছিল তখন নির্ঝর এর ওপর। তবে যাই হোক আমাদের নির্ঝর কিন্তু দারুন রোমান্টিক আর তার ভালোবাসায় সিক্ত করেছে তার প্রেমিকা, তার বউ কে। আসলেই অরুর মায়ের শেষে জোড়ে জোড়ে কথা গুলো শুনে বুঝলাম যে নির্ঝর আসলেই বউ পাগল। তোমার লেখা মানেই দারুণ কিছু আর বরাবরই আমার পছন্দের, ভালোবাসা আর শুভকামনা রইলো আগামীর জন্য আপিলা 🫶🏼♥️