সাফল্য লাভের জন্য মানুষের নিজের মধ্যে এক বিস্ময়কর শক্তি আছে। সেই শক্তির যথাযথ ব্যবহারের আগে একটা কথা মনে রাখা দরকার যে নিজের মনকে সঠিকভাবে জেনে নিয়ে নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করাই বাঞ্ছনীয়। এবার আপনি আপনার মধ্যে যে সুপ্ত শক্তি আছে, তার সন্ধান পাবেন, আর তার ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি যে চাহিদাগুলো পূরণ করতে ইচ্ছুক, সেগুলো অতি সহজেই আপনার পক্ষে পূরণ করা সম্ভব হবে। কতকগুলো বিশেষ পদ্ধতির সাহায্যে আপনি আপনার লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হবেন। আর এই পদ্ধতিগুলো সম্পূর্ণ আপনার আয়ত্তাধীন।