যুগ এখন অনেক বদলে গেছে। সময়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে প্রতিটি দেশের মানুষকে। প্রতিটি দেশকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মেলাতে হচ্ছে। বর্তমান বিশ্বের জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রেই ইংরেজি ভাষা ভিত্তি করে বিকাশ লাভ করছে। তাই আধুনিক বিশ্বের আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে ইংরেজি ভাষায় ভাব বিনিময় করা এবং এই ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জনের বিকল্প নেই। আমাদের দেশের অসংখ্য ইংরেজি শিক্ষানুরাগীর কথা চিন্তা করেই "Current Method Spoken English" বইটি রচনা করা হয়েছে। বইটি সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী ও সাধারণ পাঠকদের জন্য উপযোগী করে গ্রামারের কিছু উল্লেখযোগ্য দিক, বিশেষ করে Tense-এর আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। যেহেতু শুদ্ধভাবে ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে Preposition-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী উপস্থাপনায় Preposition-এর ব্যবহারবিধি উদাহরণসহ আলোচনা করা হয়েছে। পাঠক-পাঠিকাদের বোঝার সুবিধার্থে একাধিক উদাহরণ ও তাদের বাংলা অর্থ সন্নিবেশিত করা হয়েছে। এছাড়াও ইংরেজি সহজভাবে বলতে ও লিখতে পারার জন্য বইটিকে যত্নসহকারে লেখা হয়েছে।