“আজ থেকে বছর খানেক আগে তোমায় দেখেছিলাম কলেজের বসন্ত উৎসবে। হয়তো তার আগেও দেখেছি, তবে সেভাবে খেয়াল করা হয়নি। সেদিন ছোটোখাটো দেহী তুমি শরীরে হলদেটে একখানা শাড়ি জড়িয়ে ঘুরঘুর করছিলে স্টেজের আশেপাশে। আমি জানি না কি ছিল তোমার মাঝে, কিন্তু আমার হৃদয়ে ঝড় উঠেছিল। আমি সেদিনই মন দিয়ে বসেছিলাম তোমাকে। তারপর তোমার দিকে নজর রাখতে শুরু করলাম। তোমার চালচলন, হাসি, কান্না, কথা বলার ধরণ—সবকিছুই ধীরে ধীরে আমাকে মুগ্ধতার সাগরে ডুবিয়ে দিলো। আমি উন্মাদ হয়ে উঠলাম তোমাকে পাওয়ার নেশায়। নিয়ন্ত্রণহারা হয়ে পড়লাম। আমি পারতাম তোমাকে প্রেমের প্রস্তাব দিতে, কিন্তু তোমাকে নিজের করে পাওয়ার যে আমার ভীষণ তাড়া ছিল, তাই শেষমেশ বিয়ের প্রস্তাবই দিয়ে বসলাম।” এই টুকু বলে থামল বিভান। হুট করেই হাঁটু গেড়ে বসে পড়লো রূপন্তির মুখোমুখি। পাশেই ফেলে রাখা একটা গোলাপ তুলে নিল হাতে। শীতল কণ্ঠে বলল, “আমি তোমাকে ভালোবাসি, রূপ, ভীষণ ভালোবাসি।”
"দারুন একটা বই।ধন্যবাদ সাদিয়া আপুকে ঈদ উপলক্ষে এত সুন্দর একটা উপহারের জন্য।"
ভীষণ সুন্দর ❤️
Read all reviews on the Boitoi app
দারুন একটা বই।ধন্যবাদ সাদিয়া আপুকে ঈদ উপলক্ষে এত সুন্দর একটা উপহারের জন্য।
Khub ei simple but khub ei sundor ekta golpo! Ber hoyar sate sate ei kine pelse! Sadia apur ei golpo tar season o e pore amr onk vhlo lgse tai season two ber hoyar sate sate ei kine felse! Onk sundor golpo apu!
কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে। শর্ট রোমান্টিক গল্পঃ। বীভান আর রুপন্তি একটা অতি পছন্দের জুটি আমার। এদের নিয়ে নতুন কিছু মানেই হলো আবেগ। সব থেকে ভালো যেটা আমার লেগেছে টা হলো বীভানের পরিবারের সঙ্গে কথপোকথন😁 অসাধারণ হয়েছে আপু। তোমার লেখা মানেই বেস্ট। ❤️