তৈমুর প্রেমে পড়েছে! এক নিষিদ্ধ, অথচ পবিত্র আবেশে। তার হৃদয়ের সমস্ত স্পন্দন এক নারীর জন্য, যে কিনা তার সৎভাইয়ের পরিত্যক্ত স্ত্রী। সে কি কোনো অন্যায় করছে? নাকি বরং অন্যায়ভাবে তালাকের শিকার এক নিঃসঙ্গ, ইয়াতিম মেয়েকে শ্রদ্ধা আর স্নেহের আশ্রয়ে বাঁধতে চাইছে? বৈশাখী, যে বয়সে তার চেয়ে পাঁচ বছর বড়, যার জীবন অভিশপ্ত হয়েছে অবহেলা আর বিচ্ছেদের নির্মমতায়—তাকে দুনিয়ার কটূ কথা থেকে রক্ষা করতে চায় তৈমুর। কিন্তু যখন সে তার হৃদয়ের কথা প্রকাশ করবে, বৈশাখী কী জবাব দেবে? সে কি কখনো অনুভব করতে পারবে যে তৈমুর শুধু ভালোবাসে না, বরং তাকে অস্তিত্বের এক অনিবার্য অংশ করে নিয়েছে? যে ছেলেটি তার হৃদয়ের সমস্ত ভালোবাসার অধিকার স্বেচ্ছায় বৈশাখীকে দিয়ে বসেছে, সে কি সেই ভালোবাসার প্রতিধ্বনি শুনতে পাবে?
সিনিয়র জুনিয়র প্লটের একটা গল্প কোন লেখিকার মিস করি না কারন এইটা আমার প্রিয় জনরা তাই আপনারটাও কিনলাম। এখন দেখি আপনারটা কেমন হয়.! আশা করি সুন্দর হবে। সানশাইন কিনার পর এমন ধোকা খেয়েছিলাম যে আর আপনার ইবুক কেনা হয় নি। আপনার ৩টা ইবুক অনেক নিন্মমানের ছিল। শুধু দৈহিক সম্পর্কের বিবরণ না নিয়ে মাণসিক সম্পর্কের গভীরতা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এইটা কিনে আশাহত হবো না।
Read all reviews on the Boitoi app