আল ওয়ালা ওয়াল বারা’এর কাছাকাছি বাংলা অনুবাদ দাঁড়ায় ‘মৈত্রী ও সম্পর্কচ্ছেদ’। ‘ওয়ালা’ হলো বন্ধুত্ব বা মৈত্রী আর ‘বারা’ হলো শত্রুতা বা সম্পর্কচ্ছেদ। আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর প্রতি আনুগত্য এবং তাঁদের আনুগত্য করা মুসলিমদের প্রতি মৈত্রী হলো ওয়ালা। আর যারা আল্লাহর শত্রু, যারা নিজ কথা, কাজ ও পরিকল্পনার মাধ্যমে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা আল্লাহ, তাঁর রাসূল (ﷺ) এবং মুসলিমদের বিরোধিতা করে—তাদের সাথে সম্পর্কচ্ছেদ, তাদের প্রতি বিদ্বেষ, শত্রুতা ও ঘৃণা হলো বারা। এই হলো ‘আল ওয়ালা ওয়াল বারা'।