ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। আপনি কোনোভাবেই তাঁকে রাজি করাতে পারছেন না। কাঁচা হাতে একগুচ্ছ কবিতা লিখেও পাঠিয়েছেন, কিন্তু তিনি কিছুতেই ফিরবেন না তা কঠোরভাবে জানিয়ে দিয়েছেন। মোটকথা, আপনার স্ত্রী পটানোর সব আইডিয়া ফ্লপ! হতাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য চিন্তামহল আছে। দ্রুত চিন্তামহল কিনে ফেলুন। অতঃপর ২২ নম্বর পৃষ্ঠা উল্টান। একদম মাঝবরাবর দেখুন, আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার এক অমূল্য রত্ন সাজানো আছে—"পৃথিবীর সবাই আমার পাশে আছে, কিন্তু তুমি ছাড়া আমি যে বড্ড একা!" ব্যস, এই লাইনটাই টেক্সট করে পাঠিয়ে দিন। আপনার প্রিয়তমা ফিরবেনই! গ্যারান্টি!