বিশ্বসভ্যতাকে ছয়শত বছরেরও অধিক সময় নেতৃত্বদানকারী উসমানী খেলাফত আমাদের নিকট অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই খেলাফত দীর্ঘ সময় ধরে সমগ্র পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা ধরে রেখেছিল। ঐতিহাসিকদের মতে এর পেছনে মূল কারণ ছিল, এই খেলাফত আন্দালুসিয়ার আকল, হিকমত ও ফিলোসফির সাথে মাওয়ারাউন-নাহারের ফিকহ, আকল ও তাসাউফকে একত্রিত করে ইসলামের সামগ্রিক একটি রূপকে নিজেদের মধ্যে রূপায়িত করতে সক্ষম হয়েছিল। উসমানী খেলাফতের নির্ভরযোগ্য ইতিহাস সোর্স “উসমানী খেলাফতের ইতিহাস” গ্রন্থটি বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এর ইতিহাসকে ভিন্নভাবে হাজির করেছে। আশা করি পাঠক বইটি পড়ে সামান্য হলেও উপকৃত হবেন।