আইশা কখনো ভাবেনি, এক সকালে ঘুম থেকে উঠে সে পশুদের ভাষা বুঝতে পারবে। কিন্তু যখন ছোট্ট খরগোশটা ফিসফিস করে বলল— "আমি পালিয়ে এসেছি… তারা আমাদের ধরে নিয়ে যায়… বন্দি করে ফেলে লোহার খাঁচায়…" আইশার পৃথিবী বদলে গেল। বনের ছায়ায় দাঁড়িয়ে থাকা কালো নেকড়ে বলেছিল, "এই শক্তি তোমাকে শুধু আনন্দ দেবে না, কিছু কঠিন সত্যও জানাবে…" এটাই কি সেই সত্য? যে সত্য মানুষ জানে, কিন্তু কখনো স্বীকার করতে চায় না? আইশা কি পারবে চিড়িয়াখানার লোহার শিকল ভেঙে দিতে? নাকি এই লড়াই তাকে আরও গভীর, আরও অন্ধকার এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? এক অসম লড়াইয়ের গল্প— “চিড়িয়াখানা”