মঙ্গল, ২১০০ সাল। তোহা ইবনে হারুনের দায়িত্ব—মানব ইতিহাসে প্রথমবারের মতো লাল গ্রহে মসজিদ নির্মাণ করা। কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিল, কবে সে তার প্রথম সিজদা দেবে মঙ্গলের বুকে। কিন্তু... যখন সে ফজরের সালাতে দাঁড়াল, তখনই শুনল এক গভীর কণ্ঠস্বর— "তুমি এখানে কী খুঁজতে এসেছো, মানুষ?" তোহার রক্ত হিম হয়ে গেল। কোথাও কেউ নেই, ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। তবুও বাতাসে ভাসছে সেই অদৃশ্য সত্তাদের অস্তিত্ব। "আমরা তোমার অনেক আগেই এখানে ছিলাম..." কে তারা? মানুষের আগে এই লাল গ্রহে সত্যিই কেউ ছিল? নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য, যা পৃথিবীর মানুষ জানে না? 🚀 "জিনদের মহাকাশ স্টেশন" – এক শ্বাসরুদ্ধকর রহস্যের দ্বার খুলতে প্রস্তুত তো?