মঙ্গলের মাটিতে প্রথম ফসল! কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় ও ভয়ঙ্কর সত্য। ড. আমিনা খালিদের লগে উঠে এসেছে মঙ্গলের অজানা এক জীবনের কথা, যা মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এই গল্পে বিজ্ঞান, রহস্য এবং মানবতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। পড়ুন এবং জানুন, আমরা কি সত্যিই মঙ্গলে একা নই?