রূপকথার রাজ্য থেকে ফিরে আসার পর বছরখানেক পার হয়ে গেছে। ধ্রুব বিথীকে বিয়ে সেরে ফেলেছে, এখন বিথী প্রেগন্যান্ট। এরমাঝেই আরেক রূপকথার গল্প পড়ে বিথী অগ্নিশর্মা হয়ে গেল, চলে গেল আবার সেই রূপকথার রাজ্যে। পিছেপিছে গেল ধ্রুব, যার একমাত্র চিন্তা যতদ্রুত সম্ভব ওখানকার কাজ শেষ করে বিথীকে ভালোয় ভালোয় ফিরিয়ে নিয়ে আসা।
মজার ছলে লেখা। খুব আনন্দ পেয়েছি অনেকদিন পরে রূপকথার একটা দারুন গল্প পড়লাম ধন্যবাদ লেখক কে।
Read all reviews on the Boitoi app
#ইবুক_রিভিউ #এক_যে_ছিল_বীথি_দ্বিতীয়_খন্ড নাম শুনেই বোঝা যাচ্ছে যে, "এক যে ছিল বীথি (দ্বিতীয় খন্ড)" আসলে "এক যে ছিল বীথি"র সিকুয়েল। রূপকথার ধাঁচের চমৎকার, মজার এবং হাস্যরসাত্মক গল্পটি লিখেছেন প্রিয় Tabassum Naz আপা। দ্বিতীয় খন্ড শুরু হয়েছে বীথি-ধ্রুবর সংসার জীবন দিয়ে। সুন্দর এক দিনে রূপকথার বই পড়তে পড়তে, আগের বারের মতো, বীথি চলে যায় রূপকথার একদেশে! সেই যে আমাদের ছোটবেলায় পড়া এক রূপকথার গল্প আছে না, দাম্ভিক রাজকন্যাকে রাজা ভিখারীর সাথে বিয়ে দেন। সেই রূপকথার রাজ্যে যায় বীথি! গল্পটা অনেকটা এরকম - "এক রাজ্যে এক রাজা ছিল। তার একটাই মেয়ে, প্রচন্ড আদরে কিছুটা বিগড়ে গিয়েছ। রাজকন্যা যখন বড়ো হল তখন রাজা তার বিয়ের ব্যবস্থা করতে এক স্বয়ম্বরা সভার আয়োজন করলেন। সভায় রাজকন্যা একের পর এক রাজপুত্রদের অপমানসূচক নাম ডেকে হাসি তামাশা করতে থাকে। সবশেষে একজনকে ডেকে বসল ‘কিং গ্রিজলি বিয়ার্ড’ অর্থাৎ রাজা ভালুকদাড়ি। এ পর্যায়ে এসে রাজা খুব ক্ষেপে গেলেন ও শপথ করলেন আগামী সকালে প্রথম যে ভিখিরি আসবে তার সাথেই রাজকন্যার বিয়ে দিবেন। পরদিন সকালে এক ভিখিরি এলো। প্রতিজ্ঞামতো রাজা তার সাথেই রাজকন্যার বিয়ে দিল।" বীথি তো সেই রূপকথার দেশে চলে গেল। সেখানে সে কি পরিস্থিতিতে আছে বা বীথিকে না দেখে ধ্রুবর কি রিয়াকশন হলো, বা সেই রাজকন্যা বা ভিখিরির কি হলো? জানতে হলে সবার আগে পড়তে হবে "এক যে ছিল বীথি (দ্বিতীয় খন্ড)" ইবুক টি। বইটি বের হয়েছে বইটই • Boitoi প্ল্যাটফর্ম থেকে। মূল্য ৬০ টাকা মাত্র। তাবাসসুম নাজ আপা লেখা আমার সবসময়ই ভালো লাগে। উনি এক জনরায় বাঁধা না থেকে বিভিন্ন জনরায় লেখা লিখেন। সমকালীন, রোমান্টিক, ভৌতিক, ফ্যান্টাসি এমন কি থ্রিলার পর্যন্ত! ফ্যান্টাসি জনরার এই গল্পটিতে, রোমান্টিকতার সাথে রূপকথার গল্প এত সুন্দর ভাবে ব্লেন্ড হয়েছে যে গল্পটা রূপকথার নাকি সমকালীন রোমান্টিক জনরার তা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয়। সাথে বোনাস হিসাবে তো আছেই তাবাসসুম নাজ আপার চমৎকার চমৎকার ডায়ালগ! এই মধ্য পঞ্চাশেও আমি ছোটদের জন্য লেখা পড়তে পছন্দ করি। রূপকথার গল্পও আমার বিশেষ প্রিয়। তাবাসসুম নাজ আপার এই "বীথি সিরিজ" আমার খুব ভালো লেগেছে। আশাকরি সামনে এই সিরিজের আরো লেখা পাবো।
দারুণ একটা গল্প ছিলো।রুপকথার জগতে গিয়ে ধ্রুব আর বিথীর গল্পটা ভালো লেগেছে। নাজ আপু লেখা মানেই স্পেশাল কিছু❤️