সফলতাই জীবন। ব্যর্থতাকে কেউ মেনে নিতে চান না, তবুও মানুষের জীবনে বারবার ব্যর্থতা নেমে আসে। আর এ ব্যর্থতার জন্য ব্যক্তিই দায়ী, কারণ পৃথিবীতে কারণ ব্যতীত কোনো কিছুই সংঘটিত হয় না। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ঘটনার পেছনেও নানা কারণ রয়েছে। ঘরে বসে আলোর প্রয়োজন, কিন্তু মুখে বললেই কি আলো পাওয়া যাবে? অথবা মনে মনে আলোর প্রয়োজন অনুভব করলেও তাতেও আলো পাবেন না। আলো পেতে হলে ইলেকট্রিক বোর্ডের কাছে যেতে হবে, তারপর সুইচ অন করতে হবে, তবেই বাতি জ্বলে উঠবে। অনুরূপভাবে, সফলতাকে আলিঙ্গন করতে হলে আপনাকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, তবেই আপনার জীবনে সফলতা আসবে। আপনি যেমন আলো পেতে সুইচ বোর্ডের কাছে গেলেন এবং সুইচ অন করলেন, ঠিক তেমনিভাবে জীবনে সফল হওয়ার জন্য সফলতার উপায় খুঁজতে হবে। জীবনে সফল কিংবা বিজয়ী হওয়ার মনোবাসনা নেই এমন একটি মানুষও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সবাই চায় সফল হতে এবং শ্রেষ্ঠত্ব অর্জন করতে, কিন্তু সফল হওয়ার জন্য পরিকল্পনা, বাস্তব পদক্ষেপ, কঠোর সাধনা ও অধ্যবসায় প্রয়োজন। আমরা অনেকেই এসব গুণের প্রতি গুরুত্ব আরোপ করি না, যার কারণে আমাদের চলার পথে ব্যর্থতার সাক্ষাৎ পাই। জীবনকে নয়তো ভাগ্যকে দোষারোপ করি, কিন্তু এগুলো আমাদের অজ্ঞতার ফল। আপনার জীবনের সফলতা ও ব্যর্থতা যে আপনার হাতে, এ সত্যটি যখন আপনার মাথায় চেপে বসবে, তখন আপনি সফল হওয়ার সহজ পথ খুঁজে পাবেন।