এই যে মিঃ, আপনি আমার গায়ে কুলি ছুঁড়লেন কেন? 'সেদিন আমার গায়ে এঁটো পানি ছুঁড়েছিলেন কেন?' 'সেদিন যা হয়েছে, ভুল বুঝাবুঝি।' 'এর দায়ভার আমার নয়, নিশ্চয়ই?' 'তাই বলে রাস্তাঘাটে একটা মেয়ের গায়ে কুলি ছুঁড়বেন?' 'ছুঁড়লাম তো।' 'অবশ্য বাউন্ডুলে ছেলের কাছে এর চেয়ে কী-ই বা আশা করা যায়?' 'বাউন্ডুলে আমি? কাজেই বাউন্ডুলে ভাইবও রাখা উচিত, রাইট?' একথা বলে অভ্রনীল পুনরায় কুলি ছুঁড়ল মেহুলের গায়ে। এবার মেহুলও রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে স্বজোরে থাপ্পড় দিয়ে বসল অভ্রনীলের বাম গালে। তারপর হিসহিসিয়ে বলল, 'আজই যাব আপনার বাবার কাছে। জানাব, উনার বে'য়া'দ'ব ছেলের বে'য়া'দবি সম্পর্কে। সঙ্গে স্মরণ করিয়ে আসব, ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয় না, তাকে মিনিমাম শিক্ষাটুকুও দিতে হয়।' থাপ্পড় খেয়ে অভ্রনীল চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রাগে তার গা রি রি করছে। মন চাচ্ছে পাল্টা থাপ্পড় দিয়ে মেয়েটার থোবড়া ভেঙে দিতে। কিন্তু সে নিজেকে সংযত করল। তারপর ঠোঁটে ফিচেল হাসি এঁটে বলল, 'ঠিক এক ঘণ্টা সময় দিলাম আপনাকে। এর মধ্যে আমার বাসায় গিয়ে আমার বাবাকে নালিশ জানিয়ে আসবেন। যদি না আসেন, তাহলে আমি আসব আপনাকে ওই বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে।' আচ্ছা, তারপর কী হয় ওদের জীবনে? এ খেলায় কে জিতে? মেহুল নাকি বাউন্ডুলে ছেলে অভ্রনীল?
"অসম্ভব রকম ভালো লেগেছে গল্পটা..হাসি কান্না কিছু বাস্তবতা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আপু"
ইবুকটা খুবি ভালো ছিলো
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি গল্প🥰🥰
খুব সুন্দর একটা গল্প ভালোবাসি মুখে বললে ভালোবাসা হয়না, ভালোবাসার মানুষটিকে যত্নসহকারে ভালোবাসা প্রকাশ করতে হয় সারাজীবন সুখে দুঃখে পাশে থেকে ভালোবাসতে হয় মুখে সবাই বলে ভালোবাসি কিন্তু কাজে কেউ করেনা দুদিন পর ঠিকই ছেড়ে চলে যায় ফিকে পরে যায় ভালোবাসা। এই গল্পটা ঠিক তাই প্রকাশ করেছে বাস্তবতাকে তুলে ধরেছে ধন্যবাদ লেখিকা আপু এতো সুন্দর একটা বাস্তবতা আমাদের মাঝে তুলে ধরার জন্য 🥰❤️
অসম্ভব রকম ভালো লেগেছে গল্পটা..হাসি কান্না কিছু বাস্তবতা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আপু
valo legeche golpota