সেদিন আন্টি নিপুণের হাত খপ করে ধরে ফেলে বলল, "নিপু, তুই সানিকে বিয়ে করবি?" সামনের টেবিলে বসে সানি তখনো ভাত মেখে মুখে তুলছে। সবে মস্ত বড় একটা লোকমা মুখে ঢুকিয়েছে সে। নিপুণ চট করে সানির দিকে তাকাল। অবাক হয়ে বলল, "কি বলছ, আন্টি?" আন্টি উৎসাহ পেয়ে চেয়ার টেনে মুখোমুখি বসে বলল, "সত্যি বলছি। আমার তোকে খুব ভালো লাগে। আসামাত্রই তুই কেমন ওকে ঘুম থেকে খেতে বসিয়ে দিলি। ও না, কারো কথা শোনেনা। এই দেখ, তুই বলায় ভাত খেতে বসেছে। নইলে তো বেরিয়েই যেত। ওকে কোনোদিন সকালের ভাত খাওয়াতে পারি না আমি। পায়ের গোড়ালিটা তুই তো দেখলিই। কতদিন ধরে বলছি, ডাক্তার দেখা, ঔষধ লাগা। সেই তুই বলার পর ডাক্তার দেখাল। গালে জঙ্গল গজেছে। কতবার বলি, চুল-দাঁড়ি ছেঁটে আয়। সেই তুই বলার পরই সেলুনে গেল। তুই ওকে বিয়েটা করলে আমি নিশ্চিন্তে থাকতে পারব রে। আমি বলছি না তোকে এখনি আমাদের বাড়িতে থাকতে হবে। বিয়ে হয়ে যাক। পরে তোদের চাকরি-বাকরি হয়ে গেলে তোকে আমাদের বাড়িতে নিয়ে আসব।"
"বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক । কি সুন্দর করে এক অদ্ভুত সম্পর্কে জড়িয়ে গেলো । গুমড়ামুখী আর হাসিখুশি দুই বন্ধু চাপ আর জিদ এর বসে একে অপরের হয়ে গেল। তাদের আন্ডারস্ট্যান্ডিং,নতুন করে শুরু করা দুই জন দুই জন এর প্রেমে পড়া,খুঁটিনাটি ঝগড়া মান অভিমান অনেক ভালো লেগেছে। নিপু এর বাবার চরিত্র আর সানি এর মা চরিত্র এর জন্যই বেশি জমেছে গল্প । ১৬ পর্ব টা পরে কান্না করেছি 😭 আমার মন ছুয়ে গিয়েছে তাদের গল্প পড়ে । “এই সানি প্রেম করবি” বেস্ট লাইন 😍😍😍"
Khub sundor golpo
Read all reviews on the Boitoi app
সুন্দর ❤️
অসম্ভব সুন্দর একটা গল্প।।
অনেক অনেক সুন্দর ছিল গল্পটা আপু। আমি আপনার একজন নতুন পাঠক। এই ই বুক দিয়েই আপনার লেখা শুরু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু। আপনার লেখা খুবই সুন্দর ভালো লাগে অনেক অনেক দোয়া আর ভালবাসা রইলো প্রিয় লেখিকা আপু ❣️❣️❣️❣️
অসাধারণ একটি ই-বুক। এত্তো সুন্দর লেগেছে কি বলবো! বইটইয়ে কোনো মন্তব্য করিনি এখনো পর্যন্ত। কিন্তু এই গল্পে মন্তব্য না করে পারলাম না🫠 সানি-নিপুণ জুটিটা মন ছুঁয়ে গেছে💖 সাথে সাথে নিপুণ ও তার শাশুড়ীর জুটিটাও হৃদয়ের কোণে জায়গা করে নিয়েছে। সানি - নিপুণের একে অপরকে "এই সানি!"," এই নিপু!" বলে সম্বোধন করাটা একটু বেশিই ভালো লাগলো🤍 আর নিপুর বলা " এই সানি! প্রেম করবি?" এটার কথা আর না বলি। এক কথায় অসাধারণ একটি ই-বুক। ফারনাজ আপুর জন্য অনেক অনেক শুভকামনা🫶🤍
মন ভালো করার মত একটা গল্প পড়ে শেষ করলাম ❤️
খুব সুন্দর মিষ্টি গল্প ❤️❤️
আজ আমার সেমিস্টার ফাইনাল পরিক্ষা শুধু আর কাল আমি প্রিমা আপু ই-বুক অফার দেখে এটা কিনে ফেলি।কিনতে যাওয়ার আগে আমি ৪ ঘন্টা বসে শুধু ভেবইছি। কারন প্রথমত কাল এক্সাম এবং দ্বিতীয়ত আমি এটার আগেও দুইটা ই-বুক কিনেছি কিন্ত আমার টাকা নষ্ট হয়েছে। তবে এবার আলহামদুলিল্লাহ আমার পয়সা উসুল হয়েছে। প্রিমা আপুর গল্প মানেই সুপার ডুপার হিট!আর প্রিমা আপু ইবুকে এটাই প্রথম কেনা । গল্পে সানি আর নিপুণের চেয়েও সালেহা বেগম চরিত্র টাকে আমার খুব বেশি পছন্দ হয়েছে। ইস!!! কিভাবেই মা তার ছেলের জন্য জীবনসঙ্গী বাছায় করে ফেললো। গল্প পড়ার সময় আমার মুখে সবসময় তৃপ্তির হাসি ছিলো। আহা!! বৌ শাশুড়ির চমৎকার মিল বন্ধন। সানির বাবার চুপিসারে বৌমার ভাল মন্দ নজরে রাখা সব বিষয় গুলো এতো মিষ্টি এতোটাই আদুরে। আমি প্রতিটা লাইনে মুগ্ধ হয়েছি এবং প্রিমা আপুর লেখনীর জাদুতে মুগ্ধ হতে বাধ্য হয়েছি বারংবার। সানির ডিজিটাল শশুর হাহা... সেই ছিলো। নিপুণের বাবা যে এভাবে মেনে নিবে সব কিছু টা অবাক ও হয়েছিলাম। বন্ধু থেকে বর হয়ে ওঠার এই অসাধারণ জার্নিটা ছিল ভীষণ ভীষণ মধুময় আর একরাশ মুগ্ধতা।
অসাধারণ সুন্দর।
আমি ই-বুক কিনলে রিভিউ দেখে পছন্দ হলে তারপর কিনি।এই প্রথম কোন ই-বুক সামনে আসছে একটুখানি পড়ে কিনার জন্য এপ ডাউনলোড করলাম। গল্পটা পড়ে মনে হচ্ছে নাহ কিনে ভুল করিনি।বন্ধু থেকে ভালোবাসার মানুষ হয়ে ওঠা সবকিছু চমৎকার লাগছিল। বিশেষ করে সানির মার চরিত্রটা অনেক ভালো লাগছে। বউমাদের সাথে এমন খুনসুটিময় সম্পর্কই তো হওয়া উচিত। ( আমি জানি ভালো করে রিভিউ দিতে পারি না)