পরিবারের সবাইকে লুকিয়ে, কাজী অফিসে গিয়ে ভালোবাসার মানুষ শুভকে বিয়ে করেছিল রুমঝুম। যে বিয়ের প্রধান সাক্ষী ছিল মামাতো ভাই আদিয়ান। বিয়ের ঠিক কয়েক মাস পর থেকেই শুভ নিখোঁজ হয়ে যায়। বেঁচে আছে না কি মারা গেছে, তা-ও জানে না সে। বাবা জোর করে মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা এগিয়ে নিতে চান। কিন্তু রুমঝুম মানতে নারাজ। এমতাবস্থায় সে জানতে পারে, তার গর্ভে দুই মাসের ছোট্ট একটা ভ্রুণ বেড়ে উঠছে। সেই ভ্রুণকে, প্রিয় মানুষের রেখে যাওয়া আমানতকে সম্মানের একটা জীবন দিতে, মিথ্যে বিয়ের নাটক সাজায় রুমঝুম ও আদিয়ান। সবার সম্মুখে স্বামী-স্ত্রী সেজে ঘুরে বেড়ায়! এরপর এই মিথ্যে বিয়ের ফল কী হয়? শুভ কি ফিরে আসে? না কি আদিয়ানের সাথেই মিথ্যে সম্পর্ক গড়ে তুলতে গিয়ে গল্পের মোড় পালটে যায়? কী হয় তাদের একটা ভুল সিদ্ধান্তের পরিণতি?
আপনার গল্প পড়লে সন্তুষ্টি পায়নি এমন পাঠক খুবই কম। কেননা আপনি প্রতিটি গল্প এমনভাবে সাজান যে কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। শুরু থেকে শেষ অবধি রহস্য ধরে রাখার পাশাপাশি চরিত্রদের চমৎকার পরিণতি দিয়ে শেষ করেন। এই গল্পটা ফেইসবুকে পড়েছিলাম তবুও চরিত্রদের প্রতি ভালোবাসা থাকার কারণে ই-বুকটাও সংগ্রহে রেখে দিলাম। মাঝেমধ্যে ডুব দিতে সুবিধা হবে।
Read all reviews on the Boitoi app