মিষ্টি এক ধনী বাবার একমাত্র আদরের মেয়ে। বাবার বন্ধুর ছেলে রাফসান শিকদারের সাথে তার বিয়ে ঠিক হয়। রাফসান শিকদার নাকি একজন নেভি অফিসার এবং বিয়ের পরই জরুরি মিশনে তাকে ফ্রান্সের মার্সেই শহরের জন্য রওনা দিতে হয়। মিষ্টি বলে, "আপনার মার্সেইতে পৌঁছাতে তো এখনো মাসখানেক সময় লাগবে, তাই না, মিস্টার রাফসান? তত দিনে আমি পাসপোর্ট, ভিসা, সবকিছুর বন্দোবস্ত করে নেব। তারপর ফ্রান্সে গিয়ে আমার পাওয়া রোম্যান্স সব আদায় করে নেবো।"