একদিন এক যুবক এক রহস্যময় বইয়ের দোকানে ঢুকে পড়ে, যেখানে এক বৃদ্ধ তাকে দেয় একটি অদ্ভুত নোটবুক। নোটবুকটির ক্ষমতা অবিশ্বাস্য—এতে যা কিছু লেখা হবে, সেটাই বাস্তবে বদলে যাবে, তবে কেবলমাত্র লেখকই জানবে আসল ইতিহাস। প্রথমে সে তার সবচেয়ে বড় আফসোস বদলে দেয়—এক বন্ধুর মৃত্যু। পরদিনই দেখে, সেই বন্ধু ফিরে এসেছে, জীবিত এবং সুস্থ! এরপর সে একের পর এক ভুল শুধরে নিখুঁত এক জীবন তৈরি করতে থাকে। ভুল সিদ্ধান্ত পাল্টায়, হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরিয়ে আনে, এমনকি নিজের ভবিষ্যৎও নতুনভাবে গড়ে তোলে। কিন্তু খুব দ্রুত সে টের পায়, কিছু একটা ঠিক নেই। পরিচিত মানুষগুলো যেন বদলে যাচ্ছে, সম্পর্কগুলোতে এক অদ্ভুত ফাঁক তৈরি হচ্ছে। কেউ কেউ এমন কিছু মনে করছে, যা সে কখনো ঘটতে দেয়নি, আবার কেউ ভুলে যাচ্ছে এমন ঘটনা, যা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাস্তবতা যেন আস্তে আস্তে তার হাতের বাইরে চলে যাচ্ছে। একসময় সে বুঝতে পারে—অতীত বদলানোর খেলা ভয়ংকর হয়ে উঠছে। এবার কি সে সবকিছু আগের মতো ফিরিয়ে আনতে পারবে? নাকি বাস্তবতার এই ভয়ংকর বিকৃতি চিরকাল থেকে যাবে, তাকে এক অজানা পরিণতির দিকে ঠেলে দেবে?