পেশায় রাজনীতিবিদ সুপ্ত খন্দকারের হবু স্ত্রী উপমিতা বিয়ের দিন ই পালিয়ে গেল। মেয়েটিকে বিয়ে করার জন্য মরিয়া ছিল সুপ্ত। অথচ উপমিতা যখন পালাল, তখন সে ছিল ভীষণ নির্বিকার। কোনো রকম রাগ ই দেখাল না সে। উপমিতা পরেরদিন বাড়ি ফিরে এলেও সুপ্ত নিজেকে ভীষণ পরিবর্তন করল। সেই পরিবর্তন ই কি না উপমিতার জীবনে কাল হয়ে দাঁড়াল। একটা মানুষের এক রাতের বদল তার হৃদয়কে নাড়িয়ে দিয়ে জাগ্রত করল শুদ্ধ ভালোবাসার। তবে সুপ্ত তখন বিপরীত পথে হাঁটতে ব্যস্ত। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া উপমিতা পুনরায় যখন সুপ্তর হাত চাইল, তখন সুপ্ত ভীষণ প্রত্যাখান করল। এই প্রত্যাখ্যান কি শুধুই প্রতিশোধ নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে পড়তে হবে ই-বই "প্রিয় অঙ্গনা"।
অসাধারণ হয়েছে।আমার খুব ই ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে গল্পটা আপিলা।আসলেই উপ চরিত্রটা আমাদের চোখের সামনেই থাকে,যারা হারানোর পর বুঝতে পারে যে কি হারিয়েছে,পরে তার জন্যই কষ্ট পায়,এই উপ চরিত্রটা আর সুপ্ত চরিত্রটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ তুমি।“আমি নিজের কারণে সব হারিয়েছি”এই কথাটা যখনই পড়ি মনে হয় সত্যিই কত কিছুই হেলায় হারিয়ে ফেলি,আর এই হতচ্ছাড়া মনটা তখনই গলে যায়, শয়তান মন আগে থেকে ঐ অনুভূতি কেনো যে প্রকাশ করে না। আর যখন আমাদের প্রিয় মানুষদের মাঝেই আসল শত্রু লুকিয়ে থাকে তখন অনেক কষ্ট হয়,তারা যে ভালোমানুষীর আড়ালে আমাদের জন্যই ফাঁদ পাতে এটা সহজে বোঝাই যায় না। তবে সুপ্ত আর উপ এর পুরো লাভ জার্নিটা অনেক সুন্দর ছিল,বিয়ে ভাঙ্গা থেকে আবার বিয়ে,অবহেলা,ভালোবাসা। সুপ্তর কথাটা,“অবুঝ মেয়ে, তুমি বুঝলে না। বুঝলে না তুমি।” অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো আগামীর জন্য আপিলা।
অনেককক সুন্দর ছিলো গল্পটা।আমি সচরাচর ই-বুক পড়ি না বাট ফেবুতে ৩ পর্ব পড়ে আর তর সইছিলো না তাই দ্রুত কিনে ঝটপট পড়ে ফেললাম। প্রথম সুপ্ত কে ভালো লাগেনি 😒 তারপর উপ- যখন প্রেমে পড়লো আর সুপ্তর অবহেলা ভীষণ পীড়াদায়ক ছিলো।কিন্তু সবচেয়ে বেশি ঝটকা ছিলো আপনজনদের মুখোশদারী ব্যবহার। আনএক্সপেক্টটেড ছিলো আফসানার ভেতরের শ য় তা নী।পরিশেষে এতো অবহেলার পরও সুপ্ত আর উপ-র ভালোবাসার জয় হলো।🥰
Onk sundor hoise golpo ta,, upomitar biyer ashor thake paliye giye supto k potthakhan kora aber supto upomita k bujanor jonno aber biyer decision nawya tarpor upomitar mone suptor jonno vlobashte suru kora supto k haraiye felar boy pawa sob kisur dayi upomita kintu vlobasha kokhn kar jonno hoye jay kaw bujte pare na seta goteche upomitar sathe,, suptor obehela upomita k pagol banaiye felecilo, kintu supto o vlo chilo na upomita k obehela kore kintu main twist last a kn ato kisu hoilo sob last clear hoye gelo,,, apu r jonno ank subokamona roilo 🖤
অনেক সুন্দর ছিল পুরো গল্পটা। সুপ্ত যখন উপমিতার ভালোবাসা প্রত্যাখ্যান করল, অবহেলা করল তখন উপমিতার জন্য কষ্ট হচ্ছিল। যদিও ভুলটা উপমিতার ই ছিল, এইটুকু শাস্তি তার পাওয়ারই কথা। তবে সুপ্তর ভালোবাসা নিয়ে কিছু বলার নেই। সবশেষে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের সবার সামনে আনাটা ছিল পুরোটাই চমক। শুধুমাত্র অর্থ লোভে পড়ে আপনজনও রূপ বদলায়। সবমিলিয়ে গল্পটা অনেক ভালো লেগেছে। লেখিকার আগামীর জন্য শুভকামনা রইল ❤️
অসম্ভব সুন্দর হয়েছে পুরো গল্পটা। বিয়ের আসরে প্রত্যাখ্যান থেকে শুরু হওয়া থেকে, পূর্ণতা আবারো কিছু ভূল বুঝাবুঝির মধ্যে দিয়ে পুরো গল্পটা অসাধারন ছিল। মাঝে সুপ্তর প্রতি একটু বিরক্তি ভাব এলেও পুরো গল্প পড়ার সাথে সাথে তা মিলিয়ে গিয়েছে। শেষের টুইস্ট টি ছিল একবারেই আশ্চর্যের বিষয়। সব মিলিয়ে পুরো গল্পটা খুব সুন্দর ছিল। লেখিকার আগামীর জন্য শুভ কামনা ও ভালোবাসা।