সিক্রেট লাইব্রেরি – এক রহস্যময় অদৃশ্য পাঠকের গল্প। আইশার কাছে জ্ঞান ছিল এক রোমাঞ্চকর অভিযান! কওমি মাদরাসার নির্ধারিত পাঠ্যবইয়ের বাইরে তার মন ছুটে যেতো আরও দূরে, আরও গভীরে। কিন্তু মাদরাসায় বাইরের বই পড়ার অনুমতি নেই! তাহলে উপায়? গোপনে, বন্ধুদের সঙ্গে মিলে সে বানিয়ে ফেলে সিক্রেট লাইব্রেরি—এক রহস্যময় পাঠশালা, যেখানে তারা লুকিয়ে পড়তে পারবে দুনিয়ার নানান জ্ঞানগর্ভ বই। মাদরাসার পরিত্যক্ত এক স্টোররুম হয়ে ওঠে তাদের গুপ্ত জ্ঞানকোষ। সব কিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ... রহস্য শুরু হলো! কেউ একজন গোপনে তাদের লাইব্রেরি ব্যবহার করছে! তারা দরজা বন্ধ করে রেখে যায়, কিন্তু ফিরে এলে দেখতে পায় কিছু বই নড়াচড়া হয়েছে। কিছু বইয়ের পাতায় পাওয়া যায় অদ্ভুত কিছু নোট—চমৎকার ব্যাখ্যা, গভীর বিশ্লেষণ, এমনকি নতুন দৃষ্টিভঙ্গি! কিন্তু কে এই অদৃশ্য পাঠক? কোথা থেকে এলো এই রহস্যময় ছায়া? সে কি বন্ধু, নাকি শত্রু? আইশা ও তার বন্ধুরা শপথ নেয়—যেভাবেই হোক, তারা এই গুপ্ত পাঠককে খুঁজে বের করবেই! তারা ফাঁদ পাতে, পাহারা দেয়, কিন্তু প্রতিবারই রহস্যময় কেউ তাদের চোখের সামনে দিয়েই ফাঁকি দিয়ে চলে যায়! শেষ পর্যন্ত, যখন তারা সত্যের একেবারে কাছাকাছি পৌঁছে যায়, তখনই ঘটে চরম বিস্ময়ের ঘটনা! কে ছিল এই রহস্যময় পাঠক? আর সে কেন এসেছিল তাদের জীবনে? সত্যটা জানার জন্য পড়তে হবে ‘সিক্রেট লাইব্রেরি’!