হোমগ্রাউন্ড থেকে একজন ক্যাপ্টেনকে হুট করে টেনে ডি জি এফ আই সদর দপ্তরে টেনে নেয়ার কি দরকার সেটা বুঝলো না রিশাদ। বুঝলো তখন যখন প্লেন ভাড়া না দিয়ে সাধারণ ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম পাঠানো হচ্ছে। বিপদটা শুরু হলো আখাউড়াতে। স্টেশনের ঠিক আগে ট্রেনটা থেমে গেলো। রিশাদ ও তার টিম টের পেলো তাদের ঘাড়ের উপর মৃত্যু নি:শ্বাস ফেলছে। লাশের পাহাড় হবে না তো ট্রেনটা?