“বিয়ে, দাম্পত্য” নামক এই দুটো ছোট শব্দের ওপর যেন এক জন্মের বিতৃষ্ণা ওয়াযীফার। বিভীষিকাময় শৈশবের থাবা ওর পেছন পেছন দৌড়ে, ওকে তাড়া করে ওর তারুণ্য অবধি এসে ওকে থামালো। ওকে রুখে দিতো ঐ থাবা, “ওয়াযীফা, তুই বিয়ে করিস না। ওয়াযীফা, এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যা। ওয়াযীফা, দাম্পত্যে কেবল সম্পর্কের অবমূল্যায়ন ছাড়া কিছুই হয় না।” কিন্তু ওর চোখের সামনে জাওয়াদ নাসিম নামের কালো, লম্বা, শক্ত গড়নের লোকটা, যে লোকটা ওর স্বামী। সে ওয়াযীফার মস্তিষ্কে ভিন্ন বার্তা দিচ্ছে কেন? ওয়াযীফা বিশ্বাস করবে একে? একটু করে দেখবে? নাকি এসব নাটক? ঐ শুরু শুরুতে সব পুরুষই করে যে! সেই নাটক?
"ধন্যবাদ ইতিপু এমন বাস্তবিক একটা গল্প লেখার জন্য এটা পড়ে ঠিক নিজের ছোট বেলার কিছু কথা মনে পড়ে গেছে এমন কিছু তিক্ত অভিজ্ঞতার সাক্ষী আমিও হয়েছি হয়তো কিছু কিছু ভিন্ন আছে আবার অনেকটা মিলও আছে....!! জানিনা মানুষ এমন কেন করে কিন্তু এমন না করেও সুন্দর একটা জীবন কাটাতেপারে...কিন্তু কিছু পুরুষ মানুষের জন্য একটা সুন্দর জীবন আর একটা সুন্দর সংসার দুটোই নষ্ট হয়...আল্লাহ এমন জীবন কাউকে না দিক❤️🩹 তোমার জন্য দোয়া রইলো ভালো থাকো সব সময় আর আমাদের এমন সুন্দর সুন্দর গল্প উপহার দাও❤️🩹"
অসম্ভব সুন্দর হয়েছে গল্পটি
Read all reviews on the Boitoi app
ব্রোকেন ফেমিলির মেয়ের জন্য সংসার ভিতি থাকা স্বাভাবিক। কিন্তু জাওয়াদের ভূমিকা দারুন ছিলো। ওজিফার প্রতি। ছোট্ট গল্প কিন্তু খুব সুন্দর লিখেছো আপি
অন্য রকম একটা গল্প ভীষণ সুন্দর এই প্রথম আপনার একটা ইবুক কিনলাম। অল্প দামে এমন একটা অসাধারণ গল্প পাবো। এই জুটি নিয়ে আরো গল্প কি লেখবেন আমার ভীষণ পছন্দ হইছে । সংসার জীবনে ধারণা যেমন থাকে সবসময়ই তেমন হয় সবকিছু মিলিয়ে ভালো মন্দ থাকে গুছিয়ে নিতে পারলেই সুন্দর দুটো পক্ষ ।
গল্পটা খুব বেশি সুন্দর আর বাস্তবিক ছিল।আমি বরাবরই ইতি আপুর গল্প পড়তে পছন্দ করি এবং খুব ভাল লাগে।এইটাও তার মধ্যে একটি।কিন্তু এত জলদি শেষ হয়ে যাবে ভাবি নি,আরেকটু পড়ার আক্ষেপ জেগেছে। তবে পরিশেষে বলবো,গল্পটা দারুণ লেগেছে।
অসাধারণ। ❤️
ছোটোর মধ্যে কি সুন্দর একটা গল্প ছিল এটা। ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় বেশি বড় হওয়ার চেয়ে এইটুকুর মধ্যেই এই গল্পটা পরিপূর্ণতা পেয়েছে। খুব উপভোগ করলাম 🖤
পয়সা উসুল বই। লেখিকার লেখার গুণ নিয়ে অনেক কিছু বলে ফেলেছি প্রায় সবকটা গল্পেই। আরো একবার ভালোবাসায় মোড়ানো ভিন্ন কিছু উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
মুগ্ধতায় ভরপুর পুরো গল্প টা। তুৃমি সব সময়ই অসাধারণ লেখ আপু। তোমার প্রতিটা লেখা, প্রতিটা শব্দের মাঝে আমি হারিয়ে যায়। আমার কাছে মনে হয় তোমার লেখায় জাদু আছে। আমি তো বার বার প্রেমে পড়ি তোমার লেখার। তোমাকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।
আমি আর কিছুই বলবো নাহ। আপু তুমি বেস্ট। আর কিছুই বলার নেই। আপুর লেখা যা পড়ি তা ই ভালো লাগে 🥰🥰
Wazifa r kanna r sathe sathe ami o kanna kore fellam. Ato shundor golpo ta. Khub valo laglo, Apu.