প্রিয়ুর ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ করেই জানান দেয়, কেউ তার দিকে এগিয়ে আসছে। অদ্ভুত এক অনুভূতি, যেন কেউ খুব কাছেই রয়েছে তার। প্রিয়ু চোখ মেলে তাকায়, প্রথমে কিছুটা সময় স্থির হয়ে থেকে বোঝার চেষ্টা করে কী হচ্ছে। ধীরে ধীরে তার পেছনে থাকা মানুষটার উপস্থিতি আরো গভীরভাবে অনুভব করল। পেছন থেকে আসা পদধ্বনির শব্দে তার হৃদয় কেঁপে ওঠে। প্রিয়ু তৎক্ষণাৎ ঘুরে তাকায় আর সামনে দাঁড়িয়ে থাকা আয়াসকে দেখে। প্রিয়ু চমকে উঠে, চোখ বড় বড় করে ফেলে, যেন কিছু বুঝে উঠতে পারছে না। এদিকে আয়াসও চমকে উঠে প্রিয়ুকে দেখে। চোখে-মুখে ফুটে ওঠে অবিশ্বাস। এটা কি সত্যি নাকি তার মনের ভ্রম? সে স্তব্ধ, বিমূর্ত। নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে চাইছে না। সে অনিমেষ ভঙ্গিতে চেয়ে আছে প্রিয়ুর দিকে। তার প্রথম ভালোবাসার নারীটা তার সামনে দাঁড়িয়ে আছে, এটা কি আদৌ সত্যি নাকি কল্পনা? যাকে এই পাঁচটা মাস এক পলক দেখার জন্য চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে ছিল, সেই মেয়ে এভাবে তার নিজের বাড়ির ছাদে এসে ধরা দেবে, এটা সে ভাবেনি। আয়াস শুকনো ঢোক গিলল। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে চলছে। মনে হচ্ছে, এই বুঝি হার্ট অ্যাটাক করে বসবে। আয়াস যেন বিশ্বাস করতে চাইছে না, তার সামনে দাঁড়িয়ে আছে সেই প্রিয়ু, যে পাঁচ মাস আগে তার জীবনে এক অপ্রত্যাশিত দুর্ঘটনার জের ধরে এসেছিল। পাঁচ মাস আগে যে জায়গায় সে প্রিয়ুকে প্রথমবার দেখেছিল, সেখানে সে বহুবার প্রিয়ুর খুঁজে গিয়েছিল, কিন্তু পায়নি। আজ সেই প্রিয়ু দাঁড়িয়ে আছে তাদের বাড়ির ছাদে, তার এতটা কাছাকাছি। আয়াসের মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে। মস্তিষ্ক চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছে। "প্রিয়ুই কি... আমার বউ?" এই প্রশ্নটা যেন বারবার আয়াসের মাথায় ঘুরপাক খাচ্ছে।
খুব সুন্দর
Read all reviews on the Boitoi app
Sweet ❤️
Onk sundor golpo