“আমাকে খুঁজছেন?” উৎস চোখমুখ খিঁচে কতক্ষণ বসে রইল। বুঝল যে, মেয়েটা ক্লাসে উপস্থিত এসেছে। এটাও মাথায় এলো যে, তাকে মেয়েটা পছন্দ করে। পছন্দ করলে এক নজর দেখার জন্য মানুষ কত কিছু করে, তাহলে মেয়েটা কেন ক্লাসে এসে তার আশেপাশে থাকার সুযোগ হাত ছাড়া করবে? উৎস স্বাভাবিক হলো। লিখল, “ক্লাস নিতে এসেছি। কারও নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে আসিনি তো।” মিনিট বাদে আবার উত্তর এলো, “বুঝি তো আমি।” “কী বোঝেন?” সময় না নিয়ে আবারও উত্তর এলো, “এই যে আপনি আমাকে খুঁজছেন। আপনার চোখ সেটা বলছে, স্যার।” “আমার চোখ আপনাকে বলেছে?” “চোখ দেখেই যদি বুঝতে পারি, তাহলে আলাদা করে বলার কী প্রয়োজন বলুন।” “বুঝতেই যেহেতু পেরেছেন, তাহলে সামনে আসছেন না কেন?” “আপনি ভালোবাসা অনুভব করলেই আমি সামনে চলে আসব। আপনার ‘বিকালফুল’ খুব বেশিদিন সময় নিতে পারবে না। আমি সামনে আসার আগেই যদি আমাকে খুঁজে বের করতে পারেন, তাহলে আমি খোলস আবৃত হব না।”
ভালোবাসার অনুভূতি কখন কার উপর সৃষ্টি হয় সেটা ব্যক্তি নিজেও বুঝতে পারে না। হুট করে আসা দমকা হওয়ার মতো এ অনুভূতি হৃদয়ে সঞ্চারিত হয়। তানিয়া মাহি আমার ভীষণ প্রিয় একজন লেখক। উনার লেখার সাবলীলতা আমাকে এক বসায় এ ই-বুকটি পড়ে শেষ করতে সাহায্য করেছে। গল্পটা ছোট পরিসরের হলেও এর মধ্য দিয়ে অনেক কিছুই প্রকাশ পেয়েছে। নিতুর সংগ্রাম ও ভেতরের যন্ত্রণার মিশেলে বাস্তবতার ছোঁয়া গল্পটাকে আরও সুন্দর করেছে। আমরা যাদের কাছের বন্ধু মনে করি তারাও যে বন্ধুত্বের মর্যাদা দিবে তার কি নিশ্চয়তা আছে? জীবনে বন্ধু রূপী কিছু শত্রুও যে থাকে তারই উদাহরণ এ ই-বুকটি। সত্যিকারের বন্ধু কখনও অপরের খারাপ চাইবে না কোনোদিন। গল্পে কিছুটা আফসোস আমার রয়ে গিয়েছে। নিতু ও উৎস কীভাবে এক হলো সে বিষয়টা উল্লেখ করা হয়নি এখানে। ই-বুকের পরিসর আরও একটু বড়ো হলে হয়তো পড়ে তৃপ্তি পেতাম। কারণ শেষ অধ্যায়টা আমার "শেষ হইয়াও হইল না শেষ" এমন মনে হয়েছে। আমার বুঝতে অসুবিধাও হতে পারে এখানে। সে যাই হোক, পাঠ অভিজ্ঞতা কিন্তু দারুণ ও উপভোগ্য ছিল।
Read all reviews on the Boitoi app
#রিভিউ #প্রিয়_বিকালফুল(ই-বুক) #তানিয়া_মাহি গল্পটা অসাধারণ। আমার কাহিনিটা দারুননন লেগেছে। ছোট হলেও বেস্ট। এটার একটা অন্য লেখা ফেসবুকেও আছে। ওটাই আগে পড়েছি।সেই থেকেই এই অতীতটাকে জানার আগ্রহ ছিল। এটা অতীতের কাহিনি। কাহিনিটা পড়ে আমার প্রথমে ভীষণ ভালো লেগেছে। নিতু আর উৎসের লু'কোচু'রিগুলো অসাধারণ সুন্দর। 💝 কিন্তু শেষে নিতুর জন্য অনেকটা খা'রা'প লাগছে।আসলে কিছু কিছু বন্ধুত্বও মানুষের জীবনেও শ'নি হয়ে দাঁড়ায়। সেটার বাস্তব প্রমাণ নিতুই। 🫠 চরিত্র! সবগুলো চরিত্রই ভালো ছিল। বিশেষ করে মেইন দু'জন। নিতু আর মেজর সাহেব। ওদের দারুনন লাগে আমার কাছে। এছাড়াও সবার চরিত্র ভালোই। শুধু নুরুল ইসলাম আর জুঁই ব্যতীত। নুরুল ইসলামের কথা আর কিছু বলার নাই। একদম অ'স'ভ্য আর অ'শ্লী'ল একটা মানুষ। আর জুই! একে নিয়েই বা কি বলবো? মেয়ে মানুষও যে এমন টাইপের ছ্যা'চ'ড়া হয় আমার জানা ছিল না। একদম গা জ্বালানোর মতো ভাই।নিতু যে কেমনে সহ্য করছে, আল্লাহ ভালো জানে। 🫠 অসাধারণ সুন্দর হইছে তামাপু। চমৎকার। মেজর সাহেব একদম হৃদয়ে থেকে যাবে। তোমাকেও ভালোবাসা। 😘🫶 রেটিংঃ ৫/৫ আহানা🥀💝
চোখের পলকেই পড়া শেষ হয়ে গেল। উৎস আর নিতুর অতীত পড়ার ইচ্ছা ছিল সেটা এই ছোট গল্পে পূরণ হয়ে গেল। এই ভাবেই পূর্ণতা পাক সবার ভালোবাসা। তবে গল্পটা আর একটু বড় হলে বেশি ভালো লাগতো।
উৎস, নিতুর অতীত নিয়ে ছোট সুন্দর একটি গল্প। সব ভালোবাসা গুলো এভাবেই পূর্ণতা পাক। ভালোবাসার কাছে এভাবেই হেরে যাক সবার পরিকল্পনা। আরও একটু বড় হলে ভালো হতো। দ্রুতই শেষ হয়ে গেলো মনে হয়েছে।