মেয়ের বোকা বোকা কথায় হতাশ হয় ইশা বেগম। লম্বা চুলগুলো টেনে দিয়ে বলে, "আধপাগল! তোর সাথে ওনার বিয়ের কথাবার্তা চলছে।" চমকায় ইশা। লাফিয়ে মায়ের দিকে চেপে বসে। অসহায় স্বরে বলে, "কি বলছো মা? ওই হাবাগোবা বলদকে আমি বিয়ে করবো? অসম্ভব, মানে অসম্ভব। প্রয়োজনে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাবো, তবুও ওই বলদকে বিয়ে করবো না। ফাইনাল!" নিজ বক্তব্য শেষ করে খাটের এক কোণে পড়ে থাকা টেডি খানা নিজের কাছে নিয়ে আসে এবং বুকে চেপে ধরে। বুকটা যে ধুপধাপ শব্দ করছে। মা শুনে ফেললে মুশকিল। প্রশ্ন করে বলবে, "কি রে, তোর বুক কাঁপছে কেন?" তখন জবাব না দিলে আবার রামায়ণ গাইতে শুরু করবে। ইশা বেগম শান্ত স্বরে বলে, "বিয়ে করবি না?"
আমার বাংলা অনেক দূর্বল, কিন্তু আমার আপনার বই খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
বইটি ক'দিন আগেই কিনেছি, বাট পড়তে সমস্যা হচ্ছিল। কাল তানিশা আপুর একটা পোস্ট দেখলাম,যেই সমস্যাটি ছিল সেটি আর নেই।তো গল্পটি ডাউনলোড করে রাতেই পড়া শুরু করি।আর গল্পটি শেষ করতে করতে রাত ৩টা বেজে যায়। অসম্ভব সুন্দর একটি গল্প। 🥰🥰🥰 তানিশা আপুর গল্পে নাইকারা একটু চঞ্চল ও দুষ্টু প্রকৃতির হয়,আর এর জন্যই গল্পগুলো ভালো লাগে ❤️❤️❤️