যশোরের এমপির খুনের তদন্ত করতে গিয়ে সিআইডি অফিসার সামিহা আনজুম উন্মোচন করে ভয়ংকর এক সত্য— প্রভাবশালী এক বাবা-ছেলের অবৈধ অস্ত্র ব্যবসা। অনেক ছলচাতুরীর পর যখন সে ইরফান খানকে গ্রেফতার করতে যায়, তখনই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা— প্রাণ হারায় উভয়ই। সিআইডি টিম নিশ্চিত— সামিহা আর নেই। তাদের হাতে আছে অপ্রতিরোধ্য প্রমাণ। কিন্তু কিছুদিন পরই তারা জানতে পারে— সে বেঁচে আছে! কিন্তু সে কোথায়? কেন ফিরে আসেনি? নিজের টিমকে ধোঁকা দিলো কেন? নাকি সে নিজেই কোনো ফাঁদে আটকা পড়েছে? একদিকে সামিহার অদৃশ্য হয়ে যাওয়ার রহস্য, অন্যদিকে ইরফানের ভাগ্য নিয়ে ধোঁয়াশা। সে কি সত্যিই মারা গেছে, নাকি সবকিছুর পেছনে লুকিয়ে আছে আরও বড় ষড়যন্ত্র? আর তানজিম— যে হুট করেই গল্প থেকে হারিয়ে গিয়েছিলো, কোনোভাবে কি এই কেসের সাথে সে যুক্ত রয়েছে? সে কি নিরপরাধ, নাকি সবকিছুর চূড়ান্ত চালক? সকল ধোঁয়াসার উত্তর রহস্যের পেছনে।
ভাই কি রিভিউ দিব ঠিক বুঝতেছি না। রহস্য উন্মোচন করতে যেয়ে আরও জড়িয়ে গেলাম। ব্যাপারটা এমন শেষ হয়েও হইলো না শেষ🙂। শুরু থেকেই ইরফান-সামিহা চরিত্র দুটোই ধোঁয়াশা ছিলো তবে ধীরে ধীরে সব ধোঁয়াশা কেটে গেলেও সম্পূর্ণ কাটে নি। ইরফান দ্যা ব্লাডি ক্রিমিনাল অবশেষে নিজের ধ্বংসের প্রেমেই ডুবে গেছে🥹। ইরফান-সামিহার এক সাথে কাটানো মুহূর্তগুলি খুবই আদর আদর ছিলো। এত্ত ভালো লাগে দুজনকে একত্রে। কিন্তু বেচারি সামিহা জানতেই পারলো না তাকে কেউ ভালোবেসে ছিল। তাকে ভালোবেসে কেউ একজন নিজের বাবাকে মারতেও পিছুপা হয়নি। তার নিরাপত্তার জন্য ঢাল হয়ে ছিলো সবসময়। আফসোস সামিহা কিছুই জানতে পারলো না এসব। অবশ্য একজন ক্রিমিনাল ও দায়িত্ববান অফিসারের মধ্যে ভালোবাসা টাইপ কোন সম্পর্ক হবে না এটাই নরমাল। কিন্তু মন যে মানে না😞। যদিও কিছু কিছু রহস্য রয়ে গেছে এখনো, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর উপস্থাপন পার্ফেক্ট ছিলো। কখনো কখনো আমরা কিছু কিছু ক্ষেত্রে সব রহস্য বের করতে পারি না সেদিক দিয়ে দেখলে ঠিকই আছে। ইরফানের শেষ পরিণতিটা অনাকাঙ্ক্ষিত ছিলো একদম। এরকম না হইলেও পারতো🥺💔। অন্ধিসন্ধির আর একটি চরিত্র যাকে প্রথম দিকে খুবই নরমালভাবে দেখানো হয়েছে কিন্তু শেষে এত চমকপ্রদ সত্য জানতে পারবো এটা আশা করিনি। যদিও আন্দাজ করেছিলাম সামিহার সাথের কেউ হবে হয়তো। আর অফিসার ইমার প্রশংসা না করলেই না। আড়ালে থেকেও সবসময় সামিহার পাশেই ছিলো। এক প্রহরের পর অন্ধিসন্ধি (রহস্যের পিছনে) এক অসাধারণ লেখনী তোমার আপুই। তবুও শেষটা আমাকে কাঁদিয়েছে😭💔
Read all reviews on the Boitoi app
উফফফফ এত রহস্যেঘেরা ।অসাধারণ লেখনী। ধন্যবাদ আপু ।এক প্রহর শেষে মনে হচ্ছিল আহা আরেকটা গল্প এরকম হলে ভালো হতো। তো আপনি সেই চাওয়া টা দারুণ ভাবে পূরণ করেছেন। অবশ্যই এর আরেকটা পার্ট চাই আর সেটা অ্যাপ এ হলে ভালো হয়। অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল ।
ইরফানের এইরকম পরিণতি মানতে পারছি না 😞 সামিহার জানার দরকার ছিলো যে ইরফান ওকে কতোটা ভালবাসতো। তাহলে গল্পের এই এন্ডিং এ খারাপ লাগতো না। গল্পটা সত্যিই খুব সুন্দর ❤️ এক প্রহরের মতো হলেও ভালো লাগতো 🥺 তারপরও লেখিকার যেটা ভালো মনে হয়েছে সেইটাই হয়েছে 🌹 সত্যিই অনেক সুন্দর গল্পটা 😊
অনেক রহস্যময় ছিল গল্পটা।তবে এখন নতুন এক রহস্যর জন্য বসে আছি।লেখিকা কবে দিবে নতুন রহস্যময় গল্পটা।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️লেখিকার জন্য অনেক ভালোবাসা।
আপু,আমি আগেও বলেছি যে আপনি হচ্ছেন থ্রিলার রাজ্যের রানী। আপনার লেখার মধ্যে জাদু আছে,যেটা পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তি লাগে না। প্রত্যেক পর্বেই টানটান উত্তেজনা অনুভব করি । "অন্ধিসন্ধী" গল্পটা আমার মনের এক কোণে জায়গা করে নিয়েছে। গল্পটা খুব সুন্দর হয়েছে। ইরফান এর চরিত্র টা খুব মিস করছি । বিশেষ করে সামিহা চরিত্র টা এতোটাই ফুটিয়ে তুলেছেন যা কোনভাবেই ভোলার নয়।। আপু, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।অনেক বড় হন এবং আরো সামনে এগিয়ে যান। আরো সুন্দর সুন্দর গল্প বিশেষ করে থ্রিলার আর রাজনৈতিক গল্পের অপেক্ষায় রইলাম ।😘😘😘😘
সুন্দর গল্প। এন্ডিং সহ সবটাই মনের মতন। এভ্রিথিং ইজ পার্ফেক্ট।
Ending ta valo laglo na.. Mood tai nosto hoye gelo🙂
আলহামদুলিল্লাহ। পড়ে ফেলেছি। অনেক অপেক্ষায় ছিলাম রহস্য উন্মোচন এর জন্য। সেটা হয়ে গেছে। এমনিতে আমি খুবই রহস্য প্রিয় একজন মানুষ। ঈশিতা ঈশা আপুর লেখা এক প্রহর গল্পটা খুব আনন্দ, সাথে একধরনের উৎকণ্ঠা নিয়ে পড়েছিলাম। একটা পর্ব পড়ার পরে মন উসখুস করেছে পরের পর্বে কি হবে সেটা জানার জন্য। অন্ধিসন্ধিতেও সেইম অবস্থা। অপেক্ষার প্রহর শেষই হতো না। কিন্তু যখন শেষ হলো তখন আরেকটা রহস্য থেকেই গিয়েছিলো। সেটা ই-বুক অন্ধিসন্ধিত(রহস্যের পেছনে) পড়ার পর শেষ হলো। ইরফান, সামিহা, তানজিম তিনজনেই আমার খুব পছন্দের চরিত্র ছিলো। তাদের চরিত্রের রহস্য উন্মোচন করার জন্য মুখিয়ে ছিলাম। ফাইনালি সেটা হয়ে গেছে। কিন্তু কোথাও একটা চরিত্রের জন্য খুবই খারাপ লেগেছে। গল্পটা খুব খুব সুন্দর ছিলো আপু। আপনাকে অনেক অনেক ভালোবাসা ♥️♥️
প্রচ্ছদ টা জোস ♥️
লেখাটা ভালো লেগেছে।