মধ্যবিত্ত এক বাঙালি পরিবারের নারী কণিকার জীবনের চাওয়া-পাওয়ার কাহিনী হলো ‘বাসনা’। বৈবাহিক জীবনের সীমাহীন অপ্রাপ্তি কনিকাকে পরিচালিত করেছে এক দুর্বোধ্য জটিল পথে। বাসনা পূরণের তাগিদে, কনিকা হয়েছে দ্বিচারিণী। নিজের পারিবারিক গণ্ডীর মাঝেই, ইচ্ছা পূরণের উপায় খুঁজে নিয়েছে সে। যার জেরে একাধিক মানসিক সংঘাত আর সম্পর্কের টানাপোড়েনে জর্জরিত হতে হয়েছে তাকে। কিন্তু বিবেক তাকে সঙ্গ দেয়নি। নিজের ভুল বুঝতে পেরে, শুধরানোর চেষ্টা করেছে কণিকা। পথ পেয়েছে আর পেয়েছে সেই সূত্রে তার স্বামীর পরিবারের এক অতলান্ত অন্ধকারময় অতীতের দেখা। সেই কাহিনীই লিপিবদ্ধ হয়েছে, ‘বাসনা’র প্রতি ছত্রে। আশা রাখি, এই গল্প পাঠককুলের কাছে সমাদর পাবে।
এক বসায় চমৎকার এই গল্পটি পড়ে ফেললাম। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের এই সুঁতোকে আরো মজবুত করতে হলে বিশ্বাস এবং মায়া অত্যাবশ্যকীয়। গল্পের এই ইউনিক কনসেপ্ট এর জন্য গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আগামীর জন্য লেখিকাকে অনেক অনেক শুভকামনা ❤
Read all reviews on the Boitoi app