বিবরণ: তিন সাহসী বন্ধু লিলা, কিপ ও জারা খুঁজে পায় জাদুর কম্পাস! জাদুর কম্পাসের সাহায্যে তারা এক রহস্যময় পোর্টালে ঢুকে পড়ে ভুতুড়ে জগতে। যেখানে রয়েছে আলোর গাছ, কথা বলা পাথর আর সময়ের ফাঁদ, এই সমস্ত পারি দিয়ে তাদের দুই বিশ্বকে বাঁচাতে হবে। শেষে? চমকপ্রদ রহস্যে মোড়া অনন্ত যাত্রার শুরু! সূচি পত্র: অধ্যায় ১: থর্নের রহস্যময় চাবি অধ্যায় ২: সুরের বিশ্বাসঘাতকতা অধ্যায় ৩: শিমারের মূল্য অধ্যায় ৪: স্ফটিকের মিথ্যে সভা অধ্যায় ৫: বাক্যের ফাঁদ অধ্যায় ৬: যন্ত্র ও প্রকৃতির মিলন অধ্যায় ৭: আলোর গোপন বিশ্বাসঘাতকতা অধ্যায় ৮: ঝড়ের মাঠের চুক্তি অধ্যায় ৯: ডিসোন্যান্সের ঘুমপাড়ানি গান অধ্যায় ১০: ফ্র্যাক্টালের গোলকধাঁধা অধ্যায় ১১: সহাবস্থানের খেলা অধ্যায় ১২: জোয়ার-ভাঁটার ফাঁদ অধ্যায় ১৩: ছায়া হরিণের চুক্তি অধ্যায় ১৪: কম্পনের বিদ্রোহ অধ্যায় ১৫: কোয়ান্টাম আর্বোরেটাম অধ্যায় ১৬: ডিসোন্যান্সের হৃদয় অধ্যায় ১৭: এরাসমাসের চিরন্তন পছন্দ অধ্যায় ১৮: সুরের শপথ অধ্যায় ১৯: ভারসাম্যের মঞ্চ অধ্যায় ২০: অদৃশ্য কম্পাস