নাম তার রুদালি। শান্ত, ভদ্র আর অপরূপা। অথচ তার জন্মই যেন হয়েছে কাঁদার জন্য। পিতৃ-মাতৃহীন অনাথ রুদালির গোটা জীবনটাই যেন কষ্ট আর কান্নার উপাখ্যান। তখনও রুদালির জানা ছিল না, রুদালি নামটাই কান্নার পরিচয় বহনকারী। একদিন, এক অচেনা মানুষ এসে ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গেল রুদালিকে। বদলে দিলো ওর চারপাশ। এমনকি নামটাও। এমনই এক কষ্ট, কান্না আর ভালোবাসার মিশেলে সমকালীন ধারার গল্প, এক জল টইটুম্বর ক্রন্দসীর জীবন পাঁচালির নাম রুদালি।
সব সময়ের মত খুব ভালো লাগলো বইটি
Read all reviews on the Boitoi app
Onek sundor. Ending ta o onnanno boi er moto tara hura hoyni..
অসাধারন হয়েছে।আর্দশ লেখা আমার মতে❤️।সত্য লেখার কোন তুলনা নাই।ইশ সবাই যদি আপনার লেখা একটু অনুসরণ করতো!রঞ্জু-রুদালিদের মতো মানুষ পেতে আসলে ভাগ্য লাগে।একটা মন ছুুঁয়ে যাওয়া গল্প ছিল🥰
আপনাকে প্রতিটা লেখা পড়ার পর শুধু একটা জিনিস আমি ভাবি, যে আল্লাহ কত রহমত দিলে এরকম সুন্দর লিখে একজন মানুষ,অনেক সুন্দর হয়েছে আপু,সব চাইতে বড় কথা হলো আমার নিজেকে নিয়ে ভাবার অনেক কিছু খুঁজে পাই আপনার লেখা পড়ে,
মাশা-আল্লাহ,খুব ভালো লাগলো। মহান আল্লাহ রব্বুল আলামীন আপুর সকল ভালো কাজে বারাকাহ্ দান করুন। আ-মিন!
মাশাআল্লাহ! বরাবরের মতই চমৎকার লেখনী! ছোট একটি উপন্যাস কিন্তু পরিপূর্ণ। ★গল্পটি একজন রুদালি থেকে রুপালি হয়ে ওঠার। সম্মান বা অসম্মান আমরা যাই বলি না কেন সব আসে আল্লাহর পক্ষ থেকে।এর প্রমাণ পেলাম এই গল্পে। ★অবহেলিত একজন মেয়ের জীবনের মোড় ঘুরে যায় জীবনে সঠিক মানুষের অনুপ্রবেশের মাধ্যমে। তাঁদের দুজনের বন্ডিং টা খুব ভালো লেগেছে।একটা কবুলের কতো শক্তি...!!! ★একজন মায়ের জন্য অনেক কষ্ট লেগেছে... কিছু কুলাঙ্গার সন্তান, যদিও তার দায় কিছুটা তাঁর ওপরও বর্তায়...! লেখিকা আপুর লেখা আমার খুব ভালো লাগে।এক বসাতেই শেষ করেছি। অনেক ঘটনার মাঝেও সুখী একটি উপন্যাস।
আর একটা ভালোবাসা।সব সময় এর মতো ভাললাগা র গল্পটা।আমি অপেক্ষায় থাকি কখন apa র নতুন বই আসবে।
Oshadharon!! Rubi apur lekhar tulona hoi na.
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু এতো ভালো লাগে কেনো আপনার লেখা, আপনার লেখা যে গল্পই পড়ি মনে হয় আপু এতো অল্প কেনো লিখেছে, আরও বড় হলো না কেনো গল্পটা। চমৎকার লিখনি, "রুদালি" আমার কাছে আর একটি ভালো লাগার নাম হয়ে থাকলো। অল্প কিছু চরিত্র দিয়ে অসাধারণ ভাবে কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ আপনার লেখায় অনেক অনেক বারাকাহ দিক।
অসাধারণ ছিল ❤️এক বসাতেই শেষ করেছি।আল্লাহ আপনার লিখায় বারাকাহ দান করুন