আমার তৈরি পরশ-স্পর্শী, পাভেল-আর্শি এবং সোভাম-প্রেমা এই তিনটা চরিত্র’ই পাঠকমনে স্থান করে নিয়েছিলো।বাকি চরিত্রগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেলেও সোভাম-প্রেমা অংশবিশেষ অপূর্ণতার কারন ছিলো।কারন কোনো গল্পেই এই চরিত্র জোড়া নিয়ে তেমন আলোচনা করা হয় নি।সেই অপূর্ণতাকে পূর্ণতায় স্থান দিতে ঈদ উপলক্ষে এই জুটিকে নিয়ে লেখা একটি রোমান্টিক গল্প উপহার দিচ্ছি আমি।আশা করছি রোমান্টিক ধর্মী গল্পটি পাঠকদের কিছু সময়ের জন্য হলেও বিনোদন দিতে সক্ষম হবে।
রাজনীতি রংমহল সিজন 2 টা পড়ে 😘সোভাম সরদার এর প্রেম এ পড়ে গিয়েছিলাম তার পর জানতে পারলাম সোভাম সরদার কে নিয়ে ই বুক আছে ব্যাস ঝটপট কিনে ফেলাম 🥹😘অনেক অনেক সুন্দর হয়েছে আপু আপু আমার আরেকটা অনুরোধ আছে যদি পূরণ করেন 🥹আপু এই ই বুক টা অনেক অনেক জোস ছিল কিন্তু কেন জানি আমার মন ভরলো নাআআআ 🥹আপনি প্রেমা আর সোভাম সরদার কে নিয়ে আবার একটা fb তে গল্প লিখবেন প্লিজ 🥹😩অমিও প্রেমার মতোন সরদার সাহেব কে মন দিয়ে বসে আছিইই 😩😩😩❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
সময়ের অভাবে মন্তব্য করতে পারিনি। মিমি আপু তোমাকে রাজনীতির রংমহল থেকে জানি।তোমার লেখা বরাবরই মুগ্ধ করে।খুব সুন্দর সাবলীল শব্দ চয়ন। "হিয়ার মাঝে গেঁথেছি তোমায়" ই-বুকটা সাধারণের মাঝেও অসাধারণ লেগেছে।কিন্তু কেনো যেনো শেষ হয়েও হইলো না শেষ মনে হয়েছে।সোভামের প্রেমার প্রতি অনুভূতিগুলো দেখার অনেক ইচ্ছে ছিলো।একজন গম্ভীর স্বভাবের পুরুষ কীভাবে তার অনুভূতি প্রকাশ করে।তবুও বলবো খুব সুন্দর হয়েছে প্রেমার বোকা বোকা কাজগুলো খুব উপভোগ করেছি।
অনেক সুন্দর লিখনি,
অনেক ভালো লাগলো গল্পটি পড়ে। সোভাম আর প্রেমা জুটির উপস্থাপনাও ভীষণ পছন্দ হয়েছে।
প্রথমত 'রাঙিয়ে দাও প্রণয় রঙে' গল্পটা আমার খুব ফেভারেট। তাই সোভাম আর প্রেমা কে নিয়ে যখন বই বেরোলো চোখ বন্ধ করে কিনে নিয়েছি। খুব খুব ভালো লেগেছে। কিন্তু আপু একটাই দুঃখ। একটু বড় করে লিখলে ভালো হতো। মানে সোভাম এর প্রেমে পড়া, পরশের মতো পাগলামি করা, ভালোবাসার কথা স্বীকার করা এগুলো একটু দেখতে চেয়েছিলাম🥺 তবুও খুব ভালো লেগেছে। আর আপু একটা রিকোয়েস্ট। পাভেল আর্শি কে নিয়ে ৩ জায়গায়ই লিখেছো কিন্তু পরিপূর্ণ ভাবে ওদের ও পড়িনি🥺 ওদের কে নিয়ে লিখবে প্লিজ! সবশেষে খুব সুন্দর হয়েছে☺️
বইটা অনেক সুন্দর কিন্তু বেশি ছোট। মন ভরে নাই।
10/10🥰❤️❤️❤️
এই গম্ভীর স্বভাবের পুরুষ সোভাম আর চঞ্চল ষোরশী প্রেমা।প্রতি নিয়ত আমাকে মুগ্ধ করেছে।কি দারুন যেখানে এক পক্ষ তার অনুভূতি প্রকাশে বরাবর মৌন,সেখানে অন্য পক্ষে নেই কোনো কার্পণ্য।