ই-বুকটি প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। "আই নিড ইউ, রোশন।" "সিরিয়াসলি?" "হুম।" "যাক, অবশেষে আমার বউ মুখ ফুটে আদরের কথা বলল তবে!" "আপনি ইচ্ছে করেই করছেন সব! আপনি, আপনি আসলেই একটা খারাপ লোক।" মেহেক রোশনের থেকে দূরে সরতে চাইলে রোশন মেহেককে বুকে জড়িয়ে ধরল। এলোপাতাড়িভাবে কপালে, চোখে, গালে চুমু খেলো। "জানো সুন্দরী, তোমাকে সবচেয়ে কখন বেশি সুন্দর লাগে?" মেহেক দু'দিকে মাথা নাড়ল। জানে না সে। রোশন হেসে বলল, "যখন তুমি রাগ করো তখন। তোমার এই রাগী চেহারা, চোখের চাহনি এসব দেখেই তো তোমার মায়ায় আটকে গিয়েছিলাম। ইশ! সেই দিনগুলো মনে পড়লেই মনটা ফুরফুরে হয়ে যায়। প্রেমে পড়ার মুহূর্তটা হয়তো সবচেয়ে সুখের সময়।" মেহেক থতমত খেয়ে রোশনের দিকে তাকিয়ে আছে। এই লোকটা আবার এভাবেও কথা বলতে পারে? ডাকাত রোশন আবার প্রেমিকের মতো কাব্যিক কথাও বলছে আজকাল!
অসাধারণ একটা গল্প প্রিয়াপু গল্প মানেই ভালো লাগা ভালোবাসা ময় অনেক অনেক ভালো হয়েছে অসম্ভব ভালো এতো এতো ভালোবাসা নিও প্রিয়া আপু
Read all reviews on the Boitoi app