প্রেম-বিরহ আমাদের জীবনেরই অংশ। প্রেমে ব্যর্থতা, না পাওয়ার তীব্র ব্যথা ও দুঃখবোধ আমাদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তোলে। জীবন সম্পর্কে আমাদের শেখায়— কীভাবে সংগ্রাম করে বাঁচতে হবে। বাকি গল্পগুলোতে সে-রকম বিষয়ই উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার গল্পের নিয়মিত পাঠক মাত্রই আমার গল্পের ধাঁচ বুঝে উঠতে পারবে। বিশ্বাস রাখি— সুচিন্তিত পাঠকের ভাবনার আকাশে নানান প্রশ্নের উদয় হবে। সমাধানও মিলবে শেষাংশে। সবমিলিয়ে এই প্রত্যাশা রাখি— ‘শেষ বিকেলের রোদ’ জায়গা করে নিক প্রিয় পাঠকের পড়ার টেবিলে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায়... মোহাম্মদ অংকন