সদ্য বাগদান সারা কলরব নিজের এনগেজমেন্ট পার্টি ছেড়ে একপ্রকার পালিয়ে এসেছিল বাংলাদেশে। ফ্লাইটে পরিচিত হওয়া নিঝুমের অনুরোধে হোটেল ছেড়ে উঠলো তাদের গ্রামের বাড়িতে। একান্নবর্তী পরিবারে কলরব কে সবাই সাদরে গ্রহণ করলেও, গ্রহণ করতে পারলো না নিঝুমের একমাত্র বোন পারিজাত। প্রথম দেখায় দুজনের দ্বন্দ্ব, জেদ আর রাগের বশে পারিজাতের একটা ভুল সিদ্ধান্ত একসাথে বেঁধে ফেললো দুজনকে। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো তাঁরা। রাগে অপমানে সেই রাতেই পারিজাত কে চুড়ান্ত শাস্তি দিয়ে আমেরিকায় ফিরে গেল কলরব৷ এরপর কি হয়েছিল তাদের সাথে? সব বাধা পেরিয়ে অবশেষে কি এক হতে পেরেছিল তাঁরা? নাকি তিক্ত অভিজ্ঞতায় শেষ হয়েছিল তাদের সম্পর্ক?