জুলাই—শোষিত, প্রান্তিক, অবহেলিত মানুষের মুক্তির বিপ্লবী মহাগ্রন্থ। সহস্রাব্দ ধরে প্রতিবাদের রণসংগীত হয়ে জুলাই বেজে উঠবে বারবার। জুলাই আমাদের জাতীয় ঐক্যের ঈদ, প্রতিরোধের এক শুদ্ধতম উচ্চারণ। জুলাই বিপ্লব—‘বাংলাদেশ স্বপ্নে’র লাল বীজতলা। ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের জগদ্দল পাথর সরাতে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল জুলাই মাসে। অবিচার, নিপীড়ন, লুটপাট, শোষণের বিরুদ্ধে সঞ্চিত ক্ষোভ দাবানলের মতো জ্বলে উঠেছিল। ঢাকার রাজপথ থেকে গ্রাম, পাহাড়, জনপদ—সবখানে ছড়িয়ে পড়েছিল সেই মুক্তির মশাল। জুলাই—শতাব্দীর পর শতাব্দী নিপীড়িত সংগ্রামীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই বিদ্রোহের উত্তাপ, প্রতিরোধের স্পন্দন, মুক্তির আলোড়ন বর্ণ হয়ে জেগে থাকুক ‘দ্রোহে জাগরণে জুলাই’ লিটল ম্যাগাজিনে।