এখন মৃত্যুর আগে আমার কাছে বলবার মতো একটা গল্প আছে। এই পৃথিবীর বিশেষ একজন আমায় অনেক দামে কিনতে চেয়েছে। আমি দামী। তুমি আমায় দাম দিয়েছো, রিনিতা। চিরকাল অভিশপ্ত জেনে আসা আমার মূল্যহীন তুচ্ছ এই জীবনটাকে তুমি অমূল্য করে দিয়েছো। থ্যাংক ইউ, রিনি।
"ভীষণ সুন্দর একটা গল্প। আমিও রিনিতার মতো কান্না করতে করতে হাসছি পড়ার সময়। তৃধা আপুর লেখা চরিত্র গুলা এমন করে কেন লিখে যাদের পড়তে গেলে চোখে পানি চলে আসে। খালামনির পান খাওয়া দেখে আমার এক পরিচিত জনের কথা খুব মনে পরেছে। রিনিতা ❤️ রোশন😍😍"
কী মিষ্টি একটা গল্প!
Read all reviews on the Boitoi app
আপু বলতেই হচ্ছে তোমার লেখা নিয়ে যতোই বলি না কেনো সব সময় মনে হয় কম বলে ফেলছি। তুমি যে কি দিয়ে লেখো সত্যিই বুঝে উঠতে পারি না, একটা গল্প এত্তো টানবে কেনো,,পড়তে শুরু করলে মন চায় না শেষ হোক আর শেষ হইলে, কেমন জানি এলোমেলো টাইপ লাগে সব ধুর এত্তো জলদী শেষ হয়ে গেলো। এবার আসি সব চরিত্র নিয়ে,,,প্রত্যেকটা চরিত্র গুলোন এতো যে সুন্দর,,বিশেষ করে আমার রিনিতার খালামুনি সানজিদাকে ভীষণ দারুণ লাগছে ইশশ🥰 কত্তো ভালো উনি,, ভালো কিছু জীবনে খুব সহজে আসে না, অপেক্ষা,দীর্ঘ সময় ধরে সাধনা , ত্যাগ এ সবের পর ই পাওয়া যায়। তোমার লেখায় ম্যাজিক আছে বুঝলা আপু,, আর তোমার সব গল্প, ভালোবাসা এবং কি চরিত্র গুলোন সব কিছুই আদর আদর 🥰❤️ অসম্ভব রকম এর ভালো লাগছে🥺এতো সুন্দর করে কেমনে লেখো ইশ,, 🥺
Great 😃
তৃধা আপু আসলে ই ভীষণ কিপ্টে! এত তাড়াতাড়ি শেষ! এত অল্প পর্বে এত গভীর অনূভূতি তুমিই লিখতে পারো আপু🥹❤️!
ছোট্ট একটা গল্প অথচ কি ভীষণ সুন্দর। তৃধা আপুর গল্পগুলো যেন ম্যাজিকের মতো কাজ করে কখনো আপু আমাদের হাসতে হাসতে হুট করে কান্নার সাগরে ফেলে দেয় তো কখনও আবার কান্নার পরে হাসির মুহূর্ত এনে দেয় সুন্দর, চমৎকার এই অনুভূতিগুলোর সাথে তৃধা আপু না লিখলে কিভাবে যে পরিচিত হতাম অনেক অনেক ভালো লেগেছে গল্পটা❤️
এই গল্প টা কি এতটুকু? আমার তো আরো পড়তে ইচ্ছা করে 🥰
ভীষণ সুন্দর একটা গল্প। আমিও রিনিতার মতো কান্না করতে করতে হাসছি পড়ার সময়। তৃধা আপুর লেখা চরিত্র গুলা এমন করে কেন লিখে যাদের পড়তে গেলে চোখে পানি চলে আসে। খালামনির পান খাওয়া দেখে আমার এক পরিচিত জনের কথা খুব মনে পরেছে। রিনিতা ❤️ রোশন😍😍
রিনিতা গল্পটা আমার কাছে দারুণ লেগেছে কিন্তু এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো মনে হয়েছে আরো যদি একটু পড়তে পারতাম।।
এতো কান্না পেলো তৃধা আপু।।।।গল্প পড়েছি আর শুধু কান্না করছি।।। এমন করে শুধু আপনিই লিখতে পারেন।।।।একদম দম বন্ধ লাগছিলো।।।। ইশ্ এমন প্রেম ও হয় বুঝি।।।।।এতো ভালোবাসা কি এখনো আছে এই পৃথিবীতে।।।।আপনি অসাধারণ আপু।।।।।রিনিতা বেস্ট ছিলো আপু।।।।।
গল্পটা পড়ে এটাই মনে হচ্ছে, খুব বেশি ভালো কিছু সাথে সাথে পাওয়া যায় না। দীর্ঘ সময় ধরে সাধনা, ত্যাগ তিতিক্ষার পর ই কেবল পাওয়া যায়। এ জগতের সকল ভালোবাসা টিকে থাকুক। খালামনিরা এভাবেই মার মত আগলে রাখুক, খালুরা বাবার মত হোক। সব শেষে ভালোবাসা জিতে যাক। 🤗