আমার অনেক শুভানুধ্যায়ীদের অনেক অনুপ্রেরণায় এবং আমার সুপ্রিয় বন্ধুবর বিশিষ্ট কবি ও ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর একান্ত ইচ্ছায় এবং আমার খুবই স্নেহভাজন মোহাম্মদ অংকন'র ইচ্ছায় ও সহযোগিতায় আমার প্রথম ছড়াগ্রন্থ- 'সবুজ পাতায় রোদের ঝিলিক' প্রকাশ করতে পেরে খুবই আনন্দিত। আমার এই ছড়াগ্রন্থটি মূলত প্রকৃতি নির্ভর। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রকৃতির আলোকে আলোকিত করেই রচনা করার প্রয়াস নিয়েছি। এর একমাত্র কারণ হলো- প্রকৃতি আমাকে খুবই কাছে টানে। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। প্রকৃতিই আমার জীবনের সব। প্রকৃতির প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা বলেই প্রকৃতি আমাকে সহজেই আকর্ষণ করে। তাই প্রকৃতির মাধ্যমেই বিষয়সমূহকে ছন্দবদ্ধ করে তোলার চেষ্টা করেছি। এখানে আরও একটি কথা বলে রাখা প্রয়োজন যে, প্রকৃতিই হলো- নারী। এই নারীকে বাদ দিয়ে তো আর কিছু করা যায় না। যে নারী আমাকে সবসময় আমার পাশে পাশে ছায়ার মতো থেকে আমার জীবনের সকল সাহিত্য চর্চায় সহযোগিতা করেছেন, তিনি হলেন আমার সহধর্মিনী কৃষ্ণা সূত্রধর। তাঁর অফুরন্ত সাহায্য ও সহযোগিতার করণেই এ পথে এতদিন ধরে আমার এত অগ্রসর হওয়া। তাঁর সাহায্য ও পরামর্শ পেয়েই দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছি। আর আমার এই গ্রন্থ প্রকাশে সাহায্য করার জন্য দর্পণ প্রকাশকে জানাই কৃতজ্ঞতা। এর সঙ্গে আরও কৃতজ্ঞতা জানাই মোহাম্মদ অংকন'কে তাঁর একান্ত সহযোগিতার জন্য। তাঁর এত সাহায্য ও সহযোগিতা না পেলে হয়তো আমার গ্রন্থটি আলোর মুখ দেখতে পেত না। সর্বশেষে কৃতজ্ঞতা জানাই যিনি এই গ্রন্থের প্রচ্ছদ এঁকে দিয়ে আমাকে সর্বাঙ্গীণ সাহায্য করেছেন প্রচ্ছদশিল্পী শফিক মামুনকে। আমার এই গ্রন্থখানা যদি পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে, তাহলেই আমার শ্রম সার্থক হবে। গোপেশচন্দ্র সূত্রধর লেখক