রুদ্র ঢাকা যাওয়ার জন্য একটি টিকিট কেটেছিল। ভাগ্যক্রমে পাশের সিট খালি থাকায় মোহিনী ও রুদ্র পাশাপাশি বসতে পারে। রুদ্র মোহিনীর কোমল হাতটি ধরে থাকে। ঝকঝকে করে ট্রেন চলতে থাকে। মোহিনীর সঙ্গে ঘটে যাওয়া সবকিছু রুদ্রকে খুলে বলে। রুদ্রও যেন অধির আগ্রহে সবকিছু শুনতে থাকে। ভাঙতে থাকে সকল ভুল বোঝাবুঝি ও অভিমান। এভাবে যে মোহিনীকে কাছে পাবে, কল্পনাও করতে পারেনি রুদ্র। কী অসম্ভব সুন্দর নাটকের মধ্য দিয়ে এগোতে থাকে মুহূর্তগুলো। এতদিন মোহিনী রুদ্রকে "আপনি" করেই বলত, কেননা সে ছিল তার ছোট ভাইয়ের হোম টিউটর। ট্রেনে যেতে যেতে বদলে যেতে থাকে দুজনার সম্পর্ক। মোহিনী ভাবে, আজ থেকে সে আর রুদ্রকে "আপনি" বলে ডাকবে না। তাই সব ঘটনা খুলে বলার পর মোহিনী বলে, — "আজ থেকে আমি আর আপনাকে 'আপনি' বলে ডাকব না।" — "তাহলে কী বলে ডাকবে, শুনি?" — "তুমি বলে ডাকব।" — "আচ্ছা, তুমি বলেই ডেকো।"