এই বইটি ইমোশনাল ইন্টেলিজেন্সের (EI) গুরুত্ব, উপাদান, এবং বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে আলোচনা করে। এটি বিশেষভাবে বাংলাভাষী পাঠকদের জন্য লেখা হয়েছে, যেখানে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনে EI-এর ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়াও, বইটিতে সেলফ-অ্যাসেসমেন্ট কুইজ সংযোজন করা হয়েছে যাতে পাঠক সহজে নিজের EI যাচাই করতে পারেন।