ধর্ম ও সমাজকে অবমাননা করে রাজীব নামক একটি ছেলে আধুনিকতার নোংরা স্পর্শে গিয়ে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে। তার এই পরিবর্তনে বাবা-মা, ভাই-বোনসহ আশেপাশের মানুষজনও কটুক্তি করতে শুরু করে। একটা সুন্দর মনে নোংরা চিন্তাভাবনার প্রবেশ, সেই চিন্তাভাবনার ফলে তার পরিবর্তন, সেই পরিবর্তন থেকে এক বিকৃত চিন্তাধারার মানুষের সাথে শেষ পর্যন্ত কী হয়? আধুনিকতার নাম ধরে এই নোংরা পরিবর্তন তাকে সুখ দেয় না, কি অন্যকিছুর দিকে টেনে নিয়ে যায়? আল্লাহ ও তার সৃষ্টিকে বিকৃত করার ফলে, কেমন হয় তার শেষ পরিণতি?
রাহীদ, মাবিহাকে অনেকদিন মনে থাকবে। ভীষণ সুন্দর একটা গল্প। আপনার গল্পে বরাবরই নতুনত্ব থাকে এটাও তার ব্যতিক্রম নয়। রাজীবের পরিণতি মনে দাগ কেটেছে। সমাজের চরম বাস্তবতা তুলে ধরেছেন। খুবই ভালো লাগার একটা গল্প হয়ে গেলো তুমি সন্ধ্যাকাশের তারা।
Read all reviews on the Boitoi app
গল্পটি আবেগময়, সংলাপগুলো প্রাণবন্ত এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের টানাপড়েন পাঠককে ভাবায়। রাহীদ ও মাবিহার খুনসুটি হৃদয় ছুঁয়ে যায়। তবে রাজীবের চরিত্র নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা থাকলে পাঠকের কাছে তার কাজগুলো স্পষ্টভাবে ধরা পড়ত। কিছু জায়গায় অতীতের পাপের গভীরতা আরও ভালোভাবে উপস্থাপন করা যেত। তবুও, গল্পটি পাঠযোগ্য এবং অনুভূতির দোলাচল পাঠকের মনে প্রভাব ফেলে। অনেকদিন পর একটি ই বুক পড়লাম যেখানে টাইপো ও ভুলের মাত্রা নেই বললেই চলে। সবমিলিয়ে ভালো লাগলো।