নিশ্ছিদ্র শান্ত পূর্বাচলের আঠারো নম্বর সেক্টরে হঠাৎই চাঞ্চল্য— নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা প্রীতমকে। প্রেমের জালে জড়ানো ছিলেন একাধিক নারীর সঙ্গে, আর তাই সন্দেহের তীর ঘুরে যায় তাদের দিকেই। তদন্তের দায়িত্ব পড়ে গোয়েন্দা অনিন্দ্য হকের কাঁধে। তদন্ত এগোতে থাকে, আর প্রতিটি ধাপে রহস্য হয়ে ওঠে আরও ঘনিষ্ঠ, আরও জটিল। প্রতিটি সূত্র যেন এক নতুন ধাঁধার মুখোমুখি দাঁড় করায় তাকে। কে আসল খুনি? কে বলছে সত্য, আর কে পরছে প্রতারণার মুখোশ? এই খুন কি শুধুই ভালোবাসার প্রতিশোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, অন্ধকার কোনো ষড়যন্ত্র? এ এক শ্বাসরুদ্ধকর রহস্য-গল্প, যেখানে প্রতিটি মোড়েই পাঠককে ভাবতে বাধ্য করবে— আদৌ কি সত্য বের হবে, না কি এই গোলকধাঁধা আরও একটি ধোঁয়াশার দিকেই নিয়ে যাবে?