মেহরিমা রান্নাঘরে আলু কাটছে। আলু ভাজি আর রুটি বানাবে সকালের নাস্তায়। অমনই কোথা থেকে হৃদিতের আগমন ঘটল রান্নাঘরে। মেহরিমা বেশ চমকাল—যাকে মাসে একদিনও রান্নাঘরে পাওয়া যায় না, সে আজ এত সকালে কীভাবে এল? আজ হৃদিতের প্রতিটা কাজে মেহরিমা বেশ চমকাচ্ছে। স্বপ্ন-টপ্ন দেখছে নাকি, কে জানে? হৃদিত এগিয়ে এসে একটা টুল টেনে মেহরিমার পাশে বসল। মেহরিমা কিছু বলার জন্য অধর নাড়াতেই রাতের কথা স্মরণ হলো। ব্যস, আর একটাও শব্দ উচ্চারণ করল না। চুপ রইল। হৃদিতের দিকে আর বিশেষ পাত্তা দিল না। হৃদিত একদৃষ্টিতে মেহরিমার আননে চেয়ে আছে। মেহরিমা না তাকালেও ঠিক বুঝতে পারছে—জনাবের দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। এতেই যেন অস্বস্তি বোধ হচ্ছে। হাতের কাজ এগোচ্ছে না। তবুও ও ঠাঁয় চুপ রয়। মুখ ফুটে কিচ্ছুটি বলে না। নিজের সঙ্গে একপ্রকার যুদ্ধ করে কাজ করে। হাতজোড়া কাঁপছে। হৃদিত সবটাই খেয়াল করল। মুচকি হাসল, “আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী তুই, অ্যানাবেলা। আমি প্রতি সেকেন্ড মুগ্ধ হই। কেউ এতটা স্নিগ্ধ, পবিত্র হতে পারে—তোকে না দেখলে আমার তো কখনো জানা হতো না, জান। মন চায়, আজীবন এভাবে তোকে দেখে যাই।” মেহরিমার কাজে ব্যস্ত হাতজোড়া থেমে গেল। চোখ তুলে হৃদিতের দিকে চাইল। চোখে জলেরা ভিড় জমালো। এই অসুন্দর পোড়া চেহারায় মানুষটা কীসের এত সৌন্দর্য খুঁজে পায়—মেহরিমার জানা নেই। তবে ভালোবাসার মানুষের মুখে এই কথাগুলো শুনতে মেহরিমার খুব ভালো লাগে। নিজেকে তখন আর অসুন্দর মনে হয় না—পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয়।
অনেক অনেক সুন্দর হয়েছে গল্পটা,, হৃদিত মেহুর সুন্দর সংসার,, আর বিচ্ছু বাহিনির কথা বার্তা,, তাদের সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগলো,, 🥰❤️
Read all reviews on the Boitoi app
হৃদিত, মেহু এতো পছন্দের যে বলার বাহিরে।অসাধারণ লাগে এদের।আর আপুর লেখার তুলনাই হয় নায়ায়ায়ায়া। ভালোবাসা আপুউউউউউ
Khub e shundor...Writer apu, apni please ai book er 3 ta part e boitoi te dan. Ami kine rakhte chai jno j kno time e porte pari..ank favorite amr.
হৃদিত, মেহরিমা 🫶 'কাঠগোলাপের আসক্তি' গল্পটা রহস্য ভালোবাসা সব মিলিয়ে অসাধারণ একটা গল্প! আমার অনেক পছন্দের এটা, গল্পের সকল পূর্ণতা,অপূর্ণতার মধ্যে ও সমাপ্তি টা তৃপ্তিদায়ক ছিল। ৩য় পরিচ্ছেদ ও ভীষণ সুন্দর। হৃদিত,মেহরিমা ওদের বিচ্ছু বাহিনীকে নিয়ে সুন্দর একটি পরিবার। এই জীবনে আমরা যা কিছু চাই, সবকিছু একসাথে পাই না। কিছু অর্জনের জন্য কিছু ছেড়ে দিতে হয়, কিছু ভালোর জন্য কিছু হারানো মেনে নিতে হয়। হৃদিত, মেহু ও একটা সুন্দর সংসার এর আশায় অনেক বড় ত্যাগ শিকার করেছে। নিজের দেশ, মাতৃভূমি আপন জন দের ছেড়ে দূর দেশে আছে। আর কোনো দিন দেশে ফিরে যেতে পারবে না এর থেকে কষ্টের আর কী বা হতে পারে। সবশেষে একটা সুন্দর সংসার তো পেয়েছে, হাজার ও না পাওয়ার মাঝে এক টুকরো প্রাপ্তি আসলেই জীবন সুন্দর। ❤️🩹
হৃদিত জান্স, মেহু, বিচ্ছু বাহিনী😍😍😍😍
হৃদিত জান্স আর মেহু বেইবি সাথে বিচ্ছু বাহিনী দের পড়ে অনেক শান্তি পেলাম তবে একটু দেরি হয়ে গেল 😌 অসাধারণ হয়েছে সত্যি তোমার লেখনীর কোনো তুলনা হয় না এতো এতো ভালোবাসা আপি 💞🌷
Etto sundor ekta golpo peye ami khubi khushi, tobe sob mil hoye jeno holo na asolei sob pele nisho jinis er mormo kivabe bujhbe,? Jai hok golpo ta sotti oshadharon tonny apu💗
হৃদিত মেহেরিমা আর বিচ্চুবাহিনি দের আবার পড়তে পেরে ভালো লাগলো 🥰🥰🥰
Reddit mehrema Amar pochonder talekar modde akte,and onek onek shondor hoise apo☺️😚I love you so much,😚Tumi Amar lekeka der pochonder talekar modde akte,☺️
Onek Sundor hoice