আবার বসন্ত এসে কড়া নেড়েছে দোরগোড়ায়। বসন্তকে কি যাপনে ফিরিয়ে দেওয়া যায়? বসন্তের রঙ প্রাণকে করে উচ্ছল, সদা জাগ্রত রাখে মনন। মেজর রুবায়েত নওয়াজ এবং সমাজের রটনায় "বন্ধ্যা নারী" তাজরীন তাসনিয়ার জীবনে দ্বিতীয়বার বসন্ত এসে হানা দিয়েছে। তারা কি পারবে এই বসন্তকে সাদর সম্ভাষণে গ্রহণ করে নিতে? নাকি নিখাদ অযত্নে হারাবে? বসন্ত আসিবার তরে, চিত্ত পুষ্প-সুরভিত সরোবরে; আবার বসন্ত এসেছে দোরগোড়ায়, দু’টি হৃদয় করেছে প্রেমময়। তারপর একদিন, পূর্বের সাক্ষাৎকারের সাক্ষী সেই লেকপাড়ে, মিনার রহমানের ‘আবার’ শিরোনামের গানটি রুবায়েত গাইলো তাজরীনের জন্য— তুমি কি আমার হাসিমুখের আবার কারণ হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে...? দেবো না জল আসতে চোখে কোনোদিনও আর... আর একটিবার দাও যদি জল মোছার অধিকার! হোওও... দেবো না জল আসতে চোখে কোনোদিনও আর... আর একটিবার দাও যদি জল মোছার অধিকার...!
"অনেক অনেক সুন্দর হইছে🥰 এক বসাতে পড়ে ফেলছি তখন মনে আর একটু বড় হলে ভালো হতো আমাদের আরো সুন্দর সুন্দর গল্প উপহার দেও এইভাবে দোয়া রইলো"
ভাল লেগেছে পড়তে,
Read all reviews on the Boitoi app
Khub sundor hoyeche apu golpo ta apnake thank you apu ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে আপু। এতো সুন্দর গল্প খুব কম পড়া হয়েছে। এই গল্প টার মাধ্যমে বাস্তব জীবনে অনেক কিছু বোঝা যায় সত্যি বলছি অসাধারণ লিখেছো 🥹💐। তোমার লিখা দুই টা ইবুক অসাধারণ সুন্দর। ভালোবাসা নিও 🤍💐🥹। তিতান কে অনেক মিস করবো🥹।
প্রথম শুরুতে তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর গল্প দেওয়ার জন্য আরো বেশি ধন্যবাদ জানাই আমাকে বইটি গিফট করার জন্য।🎀🎀 '@নক্ষত্রের যাত্রাপথে' গল্পটা থেকে তাজরীন আর রুবাইয়াতের জুটিটা বেশ ভালো লাগেছিল।ঐ গল্পটা শেষ করে আবার 'বসন্ত পড়া' শুরু করি মাঝখানে গল্পটা তুমি ফেসবুকে না দেওয়ায় কষ্ট হয়েছিল😞 কিন্তু এখন আর নেই😊। গল্পটা অসাধারণ হয়েছে।রুবাইয়েত স্বামী হিসেবে আর বাবা হিসেবে অনেক ভালো মনের মানুষ🥰। মেজর হিসেবে পারফেক্ট একজন আর্মি অফিসার 🫡🫶। তাজরীনকে অনেক ভালো লাগলো হাসি খুশি একটি মেয়ে যে সবাইকে মাতিয়ে রাখে। গল্পটা সত্যি অসাধারণ। মনের মতো হয়েছে।🥰🎀 I wish তীতান সোনার মতো আমার একটা এমন লাড্ডু আসুক ভবিষ্যতে😁🫣
তিতান, তিতানের বাবা রুবায়েত আর তাজরীনের গল্প!
আমি মুগ্ধ হয়ে পড়ছিলাম। মাঝখানে এসে তাজরীনের জন্য খারাপ লাগছিলো!! পরে অবশ্য ঠিক হয়ে গেছে! রুবায়েত বাবা হিসেবে, বর হিসেবে একমদ পারফ্যাক্ট!! লোকটা হাসলে নাকি দারুন লাগে!! লাগবে না! আমার ভাই কিনা!!তিতানে দুষ্টমি, মায়ামাখা কথা আমার হৃদয় শ্পর্শ করেছে। বইটার প্রত্যেকটা চরিত্র কি সাবলীল, কি গুছানো মনের!! কি মাধুর্য মিশিয়ে লিখেছো অনুরেখা!! কল্পনার থেকেও সুন্দর ছিলো, তাজরুবা!! কাপল টা আমার মনে গেঁথে থাকবে!!তিতান কে বেশি মিস করবো!! ভালেবাসা নিও অনুরেখা!!
খুবই সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো লেগেছে পড়ে 🥰 ওদের দুজনকে আরও একটু বেশি পড়তে পারলে, ওদের দুইজনের খুনসুটি ময় ভালোবাসার সংসার আর একটু দেখতে পরলে খুব ভালো লাগতো☺️ অনেক অনেক ভালোবাসা ❤️
আমি আজ পর্যন্ত ঝিলিক আপু যে কয়টা বই পড়েছি আলহামদুলিল্লাহ একটা বই পড়েও হতাশ হইনি!✨ আপুর লেখা যে কয়টা বই পড়েছি সবগুলোই সাবলিল ও অনেক সুন্দর ছিল!! আবার বসন্ত আমার পড়া প্রথম ই-বুক!আলহামদুলিল্লাহ টাকা লস যায়নি🐸!!( আপু! তাজ আর রুবায়েতের জীবনে ২য় বসন্ত চলে এসেছে,কিন্তু আমার এখন ১ম বসন্তই আসেনি!এই দুঃখ কই রাখি?!😔) আর আমাদেরকে এমন আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিতে থাকো আপু!🌹🫶✨
মার্জিত সাবলীল সুন্দর,তবে আরও একটু দীর্ঘ হওয়া উচিত ছিল।
চমৎকার একটা গল্প। আপুর লেখা সবসময় বেস্ট