দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। একটি দেশের অভিযোগ—স্বর্ণের দাম বাড়িয়ে তাদের অর্থনীতি ধ্বসিয়ে দিতে চাইছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তা কি তারা হতে দেবে? থেরেসা স্টেইনারের জীবনে সুখের সুবাতাসের মধ্যেই বয়ে চলেছে প্রবল অসন্তোষের চোরাস্রোত। কিন্তু কতদিন আর তা সহ্য হয়? ওদিকে, এক লহমায় বিপুল অর্থ-সম্পদের মালিক হওয়ার চেষ্টায় কান্ডজ্ঞান খোয়াতে চলেছেন ড. স্টেইনার। অনৈতিক উপার্জনের লোভে, এমনকি নিজেদের সোনার খনিকে বাজির পাল্লায় তুলতেও দ্বিধা করছেন না তিনি। আর এই সব এসে মিলিত হয়েছে এক বিন্দুতে—তার নাম সনডার ডিচ গোল্ড মাইন। এখন প্রশ্ন হলো, এতসব বিপদ কি একা সামাল দিতে পারবে রডনি আয়রনসাইড? জানতে হলে ওর সাথে সনডার ডিচে যেতেই হবে। তাহলে আর দেরি না করে, চলুন রওনা হই স্বর্ণখনির দিকে...