মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা প্রথম থেকেই চলে সূক্ষ্ম মনস্তত্ত্বের রেখা ধ’রে। “চতুষ্কোণে”ও তাই হয়েছে;-বরং “চতুষ্কোণ”ই মানিকের শরীর-মনের সন্ধানের দ্বন্দ্ব ও দ্বন্দ্বোত্তরণের এক চূড়ান্ত নিদর্শন। বাস্তববাদিতা সত্ত্বেও, যৌনতার ব্যবহার সত্ত্বেও মানিক-যে অজনপ্রিয়, তার কারণ, তাঁর লক্ষ্য সব সময় ব্যক্তির এই ভিতরদেশে, মনস্তত্ত্বে, বস্তুবাদিতা বা যৌনতায় তা অবসান মানে না, বস্তুবাদিতা বা যৌনতার আভ্যন্তর এলাকায় চ’লে যায় সত্যের সন্ধানে।
এই গ্রন্থের শেষ বাক্যটিই এই গ্রন্থটিকে চির-অম্লান ও অমর করে রাখবে: "জীবন তো খেলার জিনিস নয় মানুষের।"
Read all reviews on the Boitoi app
Amazing
Good