একটা মেয়ে, একটা ভয়ংকর রাত, আর তারপর শুরু হয় তার যুদ্ধ। “আঁধার ভেদে আলো” শুধু ধর্ষণের গল্প নয়—এটা সাহসের, ন্যায়ের, আর জেগে ওঠা নারীর গল্প। সারমিন, এক সাধারণ গ্রামের মেয়ে, যার জীবনের ছন্দ ছিন্ন করে দেয় এক কাপুরুষোচিত রাত। কিন্তু সে থেমে যায় না। বুকভরা যন্ত্রণা নিয়েও সে দাঁড়ায়, লড়ে, জিতে নেয় শুধু নিজের নয়, সমাজের অসংখ্য মেয়ের স্বপ্ন। এই উপন্যাস শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য