রামায়ণ বিশ্বের অন্যতম প্রাচীন মহাকাব্য। প্রাচীন ভারতের আর্থসামাজিক অবস্থা এই মহাকাব্যে ধরা পড়েছে। রামায়ণ আমাদের সত্য ও কল্যাণের পথে চলতে শেখায়, অধর্মের পথ পরিহার করে ধর্মের পথে জীবনযাপনের কথা বলে। রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান, রাজা দশরথ, কৌশল্যা, শত্রুঘ্ন, বিভীষণ, মন্দোদরীসহ অসংখ্য চরিত্র রয়েছে রামায়ণে। কেবল মানুষই নয়, বানর হনুমান, জটায়ুসহ অনেক পশুপাখি এখানে মানুষের ভাষায় কথা বলে, মানুষের কল্যাণে নিজেদের নিবেদন করে। মানুষ, রাক্ষস, দেবতা ও পশুপাখির নানা কাজে-কর্মে কিশোরমন নিশ্চয়ই আন্দোলিত হবে। রামায়ণে যে ভারতবর্ষের দেখা মিলবে, তা এক স্বপ্ন ও ছবির দেশ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শিশু-কিশোরদের স্বপ্ন-কল্পনার জগৎকে মিথপুরাণের বিপুল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই ‘ছেলেদের রামায়ণ’ একান্তভাবেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নিজস্ব সৃষ্টি। আদিকবি ঋষি বাল্মীকির কাছ থেকে তিনি যা গ্রহণ করেছেন, তা উপেন্দ্রকিশোরের কল্পনাপ্রতিভার ছোঁয়ায় নতুন রূপ ও মাত্রা পেয়েছে। এই নতুনত্বের মন্ত্রেই রামায়ণ সব যুগের, সব বয়সী পাঠকের নিজস্ব শিল্পসম্পদ হয়ে ওঠে। আদিকাণ্ড, অযোদ্ধাকাণ্ড, আরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড— সবখানেই কিশোরমন অবাধে ঘুরে বেড়াতে পারে। নানা ঘটনা-দুর্ঘটনার ভাঁজ খুলে শিশু-কিশোররা সামনে এগিয়ে যেতে শেখে। বাস্তববোধ ও কাণ্ডজ্ঞানের বাইরেও যে জ্ঞানের বিশাল ভান্ডার রয়েছে, রামায়ণের চরিত্রসমূহ তা আমাদের উপলব্ধি করতে শেখায়।
চমৎকার
Read all reviews on the Boitoi app
Thise Book so nise
ভালো
Very good book.
Most Influential Scientific and authentic book I have read ever
এক বছরের রাজা