বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেল জয়ী তিনি। এই মানবেরাই স্বীয় মহৎ গুণে মহামানব হয়ে উঠেন। তার জীবনের প্রতিটি ক্ষণকেই উদ্ভাসিত করেছে দেশপ্রেম এবং মানবপ্রেম। তার প্রিয় গ্রাম জোবরার এক নারীর মানবেতর জীবন পর্যালোচনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি তাদের দারিদ্র্য মুক্তির পথ খুঁজতে থাকেন সুগভীর চিন্তা এবং চেতনার সমন্বয়ে। ভাগ্যবঞ্চিত এই জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরাতে তাদের সহযাত্রী হয়েছিলেন তিনি। গ্রামীণ নারীদের দুঃখ-দূর্দশা তার হৃদয় স্পর্শ করেছিল। তাদের জন্য ইউনূসের সব কর্মে এবং কাজে বিশেষ স্থান সংরক্ষিত ছিল। তিনি বিশ্ববরেণ্য। আধুনিক বিশ্বের উন্নয়ন এবং অগ্রযাত্রায় তার 'থ্রি জিরো থিওরি' সমাদৃত এবং অনুকরণীয়। তার পরিবেশবান্ধব নীতিও বৈশ্বিক প্রশংসা অর্জন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে নতুন করে সম্মানিত করেছেন তিনি। দেশ এবং জাতির গর্ব ডঃ ইউনূস। তার জীবনী লেখার মতো স্পর্ধা আমার হয়নি কখনই, শ্রদ্ধাভাজন কিছু গুণিজনের অনুরোধেই (বরং আদেশ বলি) কলম হাতে নেয়া। খুব অল্প সময়ের (এক মাস) মাঝেই শেষ করতে হয়েছে, হয়ত অনেক অপূর্ণতা থেকেই গেছে। প্রিয় পাঠক, ক্ষমা করে দেবেন—অনিচ্ছাকৃত কিছু ভুল যদি বিবর্ণ পাতার মতো, সবুজ পত্রসম্ভারের এই বইয়ের কোথাও থেকে যায়।