আমরা এখন একটি আধুনিক যুগে বাস করি, কিন্তু ১০০ বছর আগে, এমনকি ৪০ থেকে ৫০ বছর আগেই আমাদের এই পৃথিবীটা এমন ছিল না। যতই আমাদের জীবনে আধুনিকতার ছোঁয়া থাকুক না কেন, আমরা আমাদের পুরনো দিনের কথা গল্প শুনতে অনেক পছন্দ করি। হয়তো অনেকে আমরা দাদা, দাদি এবং নানা, নানির কাছ থেকে তাদের পুরনো দিনের গল্প শুনে থাকি। তখন ছিল না কারেন্ট, ছিল না এত যানবাহন, মোবাইল তো ছিলই না। এক কথায় বলতে গেলে, আধুনিক প্রযুক্তির সাথে পুরনো দিনের মানুষগুলোর কোনো প্রকার সম্পর্কই ছিল না। কেমন করে তাদের দিন কাটতো? ওই সময়ের বাচ্চাগুলো কিভাবে তাদের সময় কাটিয়েছে এবং লেখাপড়ার দিকটা কতটা উন্নতি ছিল? কিভাবে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিল? আত্মীয়ের সাথেই বা কিভাবে সম্পর্ক রেখেছে তারা? আগের দিনের মেয়েদেরকে কতটা কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে? আরো অনেক কিছু নিয়ে আমার এই পুরো বইটা লেখা। রেখা নামের একটি মেয়েকে জড়িয়ে আমার এই বইটি লেখেছি।