লেখকের মতে সদার সাথে তার মৌলিক চরিত্র-বৈশিষ্ট্যের তেমন কোন পার্থক্য নাই, কেবল সদার মননশক্তি যেখানে সচেতন, মহেশেরটি সেখানে অচেতন। অবশ্য এই একটি মাত্র পার্থক্যই মহেশকে সদানন্দের থেকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছে। মহেশ হয়ে উঠেছে এই উপন্যাসের নামকরণের সার্থকতার চাবিকাঠি। তার মধ্য দিয়ে লেখক অহিংসা দেখিয়েছেন।
ফ্রী তে পরলে সব বই এই ভালো লাগে ❤️🔥
Read all reviews on the Boitoi app
এক কথাই দারুন সাধু সাধু
Onik vlo golpo bog
Naic book
অসাধারণ লেখনীতে বিষয়টি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
Nice book
সাধু থেকে অসাধু হওয়ার গল্প! দারুণ লেগেছে। আদিল, বকশীগঞ্জ, জামালপুর।
স্পয়লার এলার্ট!!! পৃথিবীর রোগ-শোকে ভুগতে থাকা মানুষগুলোর পক্ষে কি সম্ভব বিচারের কষ্টিপাথরে ন্যায়-অন্যায়ের পরিমাপে জীবনকে যাপন করার? দিনশেষে আমরা তো রিপুর তাড়নাতেই জীবন প্রবাহিত করি। মদ, ক্রোধ এবং কামের স্রোত ধরে এগিয়ে যেতে থাকা কয়েকটি মানুষের গল্প অহীংসা। যেখানে সদানন্দের মত মহাপুরুষের অবশ্যম্ভাবী পতন, বিভূতির অনীবার্য মৃত্যুই হয়ে দাঁড়ায় রিপুর তাড়নার শেষ পরিণতি। অপরদিকে মহেশ চৌধুরীর অহীংস গভীর জীবন দর্শন মনকে নাড়া দেয়। সরল হয়েও মানুষ কতটা বুদ্ধিমান আর প্রজ্ঞার অধিকারী হতে তার উজ্জ্বল উদাহরণ এই চরিত্রটি। গল্পের ঘটনাপ্রবাহ ও কথোপকথন প্রতিনিয়ত আমাদের আচরণের কারণগুলিকে প্রশ্নবিদ্ধ করেতে থকে। এ গল্প পাঠককে মানব মনের ভেতরটা দেখতে সাহায্য করে--একটি ভালো উপন্যাস তো এমনই হয়, তাই নয়? ★ কেন একটি স্টার কম দিলাম: বানান এবং যতিচিহ্ন অসংখ্য জায়গায় সমস্যায় জর্জরিত। এগুলো ঠিকঠাক করে নিলে পাঠের অভিজ্ঞতা আরও দারুণ হত। আশা করি এপসের সাথে সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।
Nc
Nice